তবে এমন কিছু ফুলের গাছ রয়েছে যা বাড়িতে লাগালে জীবনের সমস্ত দুঃখ, কষ্ট দূর হয়ে যেতে পারে। এর মধ্যে অন্যতম হল সূর্যমুখী ফুল।
advertisement
নিয়ম মেনে এই সূর্যমুখী গাছ বাড়িতে রাখলে কেটে যেতে পারে জীবনের বড় থেকে বড়ো সমস্যা।প্রকৃতির এই অসাধারণ সৌন্দর্যে পরিপূর্ণ এই সূর্যমুখী । দেখতে যেমন সুন্দর এই ফুল,তেমনি এর সুগন্ধ ও সৌন্দর্য আপনার জীবনকেও সুন্দরময় করে তুলতে পারে।
বিশিষ্ট বাস্তুবিশরদ উমেদ দুগ্গার জৈন জানান,এই সূর্যমুখী গাছ বাড়ির পূর্ব দিকে লাগালে সমস্ত বাধা-বিপত্তি থেকে মুক্তি পাবেন এবং বাড়ির সদস্যদের আত্মবিশ্বাস দ্বিগুণ বাড়িয়ে দিবে এই সূর্যমুখী গাছ। ঘরে এই সূর্যমুখীর গাছ পজেটিভ শক্তির ও বৃদ্ধি করে। এই ফুল গাছ বাড়িতে থাকলে আপনাকে নাম খ্যাতি ও যশ প্রদান করবে।
আপনার ভিতরে সমস্ত নেগেটিভ শক্তি বা দুঃখ কষ্ট সমস্ত কিছু দূর করবে। বাস্তু মতে, এই সূর্যমুখী ফুল সবসময় হাই এনার্জি সঞ্চার করে। এই সূর্যমুখী ফুল বৃহস্পতি গ্রহের প্রতীক বলে মনে করা হয়। যাদের বৃহস্পতি গ্রহ দুর্বল তাঁরা এই সূর্যমুখী ফুল নবগ্রহের মন্দিরে গিয়ে দান করলে ভালো ফল পেতে পারেন।
এছাড়াও এই সূর্যমুখীর গাছ বুদ্ধি বাড়াতেও সাহায্য করে। তাই বাড়িতে সুখ ও সমৃদ্ধি আনতে বাড়ির পূর্ব দিকে এই একটি সূর্যমুখী গাছ লাগান। এই সূর্যমুখী ফুল আপনার জীবনের বহু সমস্যা দূর করবে।
Piya Gupta