TRENDING:

Vaastu Tips: সংসারে ঝগড়া-অশান্তি, অভাব লেগেই আছে? এই নিয়ম মানলেই বদলে যাবে ভাগ্য

Last Updated:

Vaastu Tips: বাস্তুমতে বেশ কিছু নিয়ম রয়েছে যা মানলে বদলে যাবে আপনার ভাগ্য! জানুন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সংসারে নিত্য ঝগড়া-অশান্তি, লেগেই আছে? বিশ্বাসে মিলায় বস্তু।বাস্তুর এই টিপসেই পরিবারে ফেরান সুখ। বাস্তুমতে এমন অনেক নিয়ম রয়েছে যা মানলে, ঘরে সুখ শান্তি বজায় থাকার আশা করাই যায়। যদিও তা ব্যক্তির বিশ্বাসের ওপর নির্ভরশীল। তবুও কয়েকটি বিষয় কিছুটা হলেও পরিবারের শান্তি ফিরিয়ে আনা যায়।দিনের শেষে বাড়ি ফিরে শান্তি নেই? নিত্য লেগে রয়েছে অশান্তি? শত চেষ্টা করেও ফেরাতে পারছেন না সংসারের হাল?
সুখ 
সুখ 
advertisement

বাস্তুমতে কয়েকটি নিয়ম বলা হয়েছে! রোজকার জীবনে সামান্য কয়েকটি নিয়ম মানলেই বদলে যেতে পারে আপনার জীবন! জানুন ঠিক কী কী করতে হবে!

আরও পড়ুন: ধার-দেনা, লোন, অপমানে শেষ হয়ে যাচ্ছে জীবন? অবসাদ? বাঁচতে হলে এখুনি জানুন

১. বাড়িতে যদি ঠাকুরের আসন থাকে, তবে সেখানে কখনই সোজাসুজি প্রতিমা বসানো উচিত নয়। বেশি ঠাকুর একই আসনে রাখাও সঠিক পদ্ধতি নয়। তাতে সমস্যা বাড়ে।

advertisement

View More

২. মঙ্গলবার দিন হনুমানজির ছবির সামনে একটি তেলের প্রদীপ জ্বালান। এতে পরিবারের ওপর থেকে কু-নজর কেটে যায়।

৩. বন্ধ হয়ে যাওয়া ঘড়ি অনেকের বাড়িতেই থাকে। সময় করে ব্যটারিটা পাল্টে নেওয়ার সময় হয় না। এতেও পরিবারে অশান্তি বাড়ে। তাই ঘড়ি বন্ধ হয়ে গেলে তা নামিয়ে ফেলুন।

৪. বাড়িতে কোনও খারাপ হয়ে যাওয়া বৈদ্যুতিক জিনিস না রাখাই ভাল। পাখা, টিউব কিংবা কোনও খারাপ হয়ে যাওয়া টুনি লাইট অনেকেই বাড়িতে রেখে দেন, তাতে কিন্তু সংসারে অশান্তি বাড়ে।

advertisement

৫. বাড়ির মূল দরজার সামনে নোংরা ফেলা কখনই উচিত নয়। মূল দরজার সামনেটা সব সময় পরিষ্কার রাখা উচিত। এতে সংসারে সুখ ফেরে।

৬.যত্রতত্র টাকা ফেলে রাখবেন না। টাকা সব সময় গুছিয়ে একটা জায়গায় তুলে রাখবেন। এই কিছু কিছু নিয়ম মানলেই আসবে অপনার সংসারে সুখ ও শান্তি।

সেরা ভিডিও

আরও দেখুন
গঙ্গাসাগর মেলায় সুবিধা বেড়ে গেল পুণ্যার্থীদের! তৈরি হচ্ছে অস্থায়ী বাসস্ট্যান্ড,জানুন কোথায়
আরও দেখুন

পিয়া গুপ্তা

advertisement

বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Vaastu Tips: সংসারে ঝগড়া-অশান্তি, অভাব লেগেই আছে? এই নিয়ম মানলেই বদলে যাবে ভাগ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল