TRENDING:

Vaastu tips: অফিসে ঠাকুরের ছবি? বাস্তু নিয়ম না জানলে বিপদ

Last Updated:

প্রতিটি মূর্তির নিজস্ব জায়গা রয়েছে, সেখানে রাখলেই জীবনে উন্নতি হয়৷ আপনি যদি রান্নাঘরে, বেডরুমে বা অফিসের ডেস্কে দেবতা মূর্তি রাখেন, তাহলে তার কী প্রভাব পড়তে পারে? জানেন কি সে বিষয়ে?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বাস্তুশাস্ত্রে বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে যে আমরা কোথায় দেব-দেবীর মূর্তি রাখতে পারি, বা রাখলে ভাল হয়। প্রতিটি মূর্তির নিজস্ব জায়গা রয়েছে, সেখানে রাখলেই জীবনে উন্নতি হয়৷ আপনি যদি রান্নাঘরে, বেডরুমে বা অফিসের ডেস্কে দেবতা মূর্তি রাখেন, তাহলে তার কী প্রভাব পড়তে পারে? জানেন কি সে বিষয়ে?
advertisement

অনেকেই তাঁদের অফিস ডেস্কে দেব-দেবীর ছবি রাখলেও তা তাদের জন্য নেতিবাচক হয়ে ওঠে। অফিস ডেস্কে দেবী লক্ষ্মী, দেবী সরস্বতী এবং কুবেরের বসে থাকা ছবিগুলি সাজিয়ে রাখতে পছন্দ করেন অনেকে। সাধারণ ধারনা যে এতে লক্ষ্মী, সরস্বতী বা কুবেরের কৃপা বজায় থাকে৷ কিন্তি ঠিক তার উল্টো৷ এতে নেতিবাচক প্রভাব পড়ে৷ বাস্তুশাস্ত্রে বিশ্বাস করা হয় যে এটি ধর্ম অর্জনের দিকে পরিচালিত করে না, বরং এটি নেতিবাচক প্রভাব ফেলে।

advertisement

আরও পড়ুনDevutthana ekadashi 2023: দেবুত্থানী একাদশীতে ৫টি শুভযোগ, কয়েকটি নিময় মানলেই আর্থিক থেকে শারীরিক সমস্যা দূর

অফিস ডেস্কে ভগবান গণেশের মূর্তি রাখুন

আপনি আপনার অফিস ডেস্কে যদি একান্তই দেবতার মূর্তি রাখতে চান তাহলে আপনি অধিপতি দেবতা অফিসে আপনার সাথে থাকুন, যাতে নেতিবাচক শক্তি আপনার কাছে না পৌঁছায়। আপনি আপনার অফিসের ডেস্কে ঈশ্বরের মূর্তি রাখতে পারেন, তবে শুধুমাত্র ভগবান গণেশের। ভগবান গণেশ ছাড়া অন্য কারও মূর্তি অফিস ডেস্কে রাখা যাবে না। সকল দেব-দেবীর আলাদা আলাদা স্থান রয়েছে। সেখানেই রাখা উচিৎ৷

advertisement

অফিস ডেস্কে রাখুন লক্ষ্মীমাতার মূর্তি

সম্পদ পেতে আপনার অফিসের ডেস্কে লক্ষ্মীর মূর্তি রাখতে পারেন। দেবী লক্ষ্মীর মূর্তি রাখলে কখনওই অর্থের সমস্যায় পড়তে হবে না।

কুবেরের মূর্তি অফিসের ডেস্কে রাখবেন না

অফিস ডেস্কে কুবের দেবতার মূর্তি রাখা এড়িয়ে চলা উচিত। এর মূর্তি ঘরে সুরক্ষিত বা মন্দিরে রাখতে হবে।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

সেরা ভিডিও

আরও দেখুন
ইতিহাসের শহরে বিষ্ণুপুর কালীবাড়ির পুজো! মুর্শিদাবাদের এই দেবীকে ঘিরে রয়েছে বহু কাহিনী
আরও দেখুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Vaastu tips: অফিসে ঠাকুরের ছবি? বাস্তু নিয়ম না জানলে বিপদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল