অনেকেই তাঁদের অফিস ডেস্কে দেব-দেবীর ছবি রাখলেও তা তাদের জন্য নেতিবাচক হয়ে ওঠে। অফিস ডেস্কে দেবী লক্ষ্মী, দেবী সরস্বতী এবং কুবেরের বসে থাকা ছবিগুলি সাজিয়ে রাখতে পছন্দ করেন অনেকে। সাধারণ ধারনা যে এতে লক্ষ্মী, সরস্বতী বা কুবেরের কৃপা বজায় থাকে৷ কিন্তি ঠিক তার উল্টো৷ এতে নেতিবাচক প্রভাব পড়ে৷ বাস্তুশাস্ত্রে বিশ্বাস করা হয় যে এটি ধর্ম অর্জনের দিকে পরিচালিত করে না, বরং এটি নেতিবাচক প্রভাব ফেলে।
advertisement
অফিস ডেস্কে ভগবান গণেশের মূর্তি রাখুন
আপনি আপনার অফিস ডেস্কে যদি একান্তই দেবতার মূর্তি রাখতে চান তাহলে আপনি অধিপতি দেবতা অফিসে আপনার সাথে থাকুন, যাতে নেতিবাচক শক্তি আপনার কাছে না পৌঁছায়। আপনি আপনার অফিসের ডেস্কে ঈশ্বরের মূর্তি রাখতে পারেন, তবে শুধুমাত্র ভগবান গণেশের। ভগবান গণেশ ছাড়া অন্য কারও মূর্তি অফিস ডেস্কে রাখা যাবে না। সকল দেব-দেবীর আলাদা আলাদা স্থান রয়েছে। সেখানেই রাখা উচিৎ৷
অফিস ডেস্কে রাখুন লক্ষ্মীমাতার মূর্তি
সম্পদ পেতে আপনার অফিসের ডেস্কে লক্ষ্মীর মূর্তি রাখতে পারেন। দেবী লক্ষ্মীর মূর্তি রাখলে কখনওই অর্থের সমস্যায় পড়তে হবে না।
কুবেরের মূর্তি অফিসের ডেস্কে রাখবেন না
অফিস ডেস্কে কুবের দেবতার মূর্তি রাখা এড়িয়ে চলা উচিত। এর মূর্তি ঘরে সুরক্ষিত বা মন্দিরে রাখতে হবে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F