এই সংক্রান্ত আলোচনায় আসার আগে আরেকটি কথা একটু ব্যাখ্যা না করলেই নয়। বলা তো হচ্ছে পাঁচটি অঙ্গ, কিন্তু এগুলো আসলে কী?
ভারতীয় দিনপঞ্জির এই পাঁচটি অঙ্গ হল তিথি, বার, নক্ষত্র, যোগ এবং করণ। সেই অনুসারে ২৬ নভেম্বরের কিছুটা পড়েছে ২০৭৮ বিক্রম সম্বতের অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে। রাজা বিক্রমাদিত্য যে বছর গণনার রীতি প্রবর্তন করেছিলেন, সেই বিক্রম সম্বত অনুসারে এই পঞ্জিকা নির্ধারণ করা হয়ে হয়েছে। বার হল শুক্র এবং এই সপ্তমী তিথি থাকবে ২৭ নভেম্বর ভোর ৫টা ৪৩ মিনিট পর্যন্ত। এর পরে শুরু হয়ে যাবে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি।
advertisement
আরও পড়ুন - Kolkata Earthquake: ঘুম ভাঙার আগেই প্রবল কম্পনে কেঁপে উঠল কলকাতা, ভূমিকম্প বাংলাদেশের চট্টগ্রামেও
আরও পড়ুন - Zomato: ফুড ডেলিভারি বয়কে মারধর, ভেঙে দেওয়া হল সাইকেলও, তারপর...
পঞ্জিকা মতে আজ সূর্যোদয় হয়েছে সকাল ৬টা ৫২ মিনিটে, সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩৬ মিনিটে। অন্য দিকে, চন্দ্রোদয় হবে ২৬ নভেম্বর রাত ১১টা ৩১ মিনিটে। চন্দ্র অস্ত যাবে ২৭ নভেম্বর দুপুর ১২টা ১৬ মিনিটে।
এই ২০৭৮ বিক্রম সম্বতের অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথির নক্ষত্র হল অশ্লেষা। ২৬ নভেম্বর, রাত ৮টা ৩৬ মিনিট পর্যন্ত অশ্লেষা নক্ষত্রের অবস্থান থাকবে। এর পর তিথিতে অবস্থান করবে মঘা নক্ষত্র।
সূর্য অবস্থান করবে বৃশ্চিক রাশিতে। চন্দ্র অবস্থান করবে কর্কট রাশিতে ২৬ নভেম্বর, রাত ৮টা ৩৬ মিনিট পর্যন্ত; এর পর গমন করবে সিংহ রাশিতে।
শুভ মুহূর্ত- (Shubh Muhurat) ২৬ নভেম্বর অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে সকাল ১১টা ৫২ মিনিট থেকে, শেষ হচ্ছে দুপুর ১২টা ৩৫ মিনিটে। অমৃতযোগ ২৬ নভেম্বর শুরু হচ্ছে সকাল ৬টা ৫৩ মিনিট থেকে, শেষ হচ্ছে সকাল ৮টা ৩৬ মিনিটে। এই অভিজিৎ মুহূর্ত এবং অমৃতকালকে ভারতীয় জ্যোতিষশাস্ত্রের অন্যতম পুণ্যলগ্ন বলে বিবেচনা করা হয়ে থাকে। যে কোনও নতুন কাজ, শুভ কাজ শুরু করার এটি প্রকৃষ্ট সময়।
অশুভ মুহূর্ত- পঞ্জিকা মতে ২৬ নভেম্বর রাহুকাল শুরু হচ্ছে সকাল ১০টা ৫৩ মিনিটে, শেষ হচ্ছে দুপুর ১২টা ১৪ মিনিটে। এই সময়ে নতুন কোনও কাজ শুরু করাটা ঠিক হবে না।