এই সংক্রান্ত আলোচনায় আসার আগে আরেকটি কথা একটু ব্যাখ্যা না করলেই নয়। বলা তো হচ্ছে পাঁচটি অঙ্গ, কিন্তু এগুলো আসলে কী?
আরও পড়ুন: জলের মতো ফুরোবে টাকা? নাকি আয়ের জোয়ারে ভাসবেন? নতুন বছরে কী বলছে রাশিচক্র? দেখুন...
ভারতীয় দিনপঞ্জির এই পাঁচটি অঙ্গ হল তিথি, বার, নক্ষত্র, যোগ এবং করণ। সেই অনুসারে ২১ জানুয়ারির কিছুটা পড়েছে ২০৭৮ বিক্রম সম্বতের মাঘ মাসের কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথিতে। রাজা বিক্রমাদিত্য যে বছর গণনার রীতি প্রবর্তন করেছিলেন, সেই বিক্রম সম্বত অনুসারে এই পঞ্জিকা নির্ধারণ করা হয়েছে। বার হল শুক্র এবং এই তৃতীয়া তিথি থাকবে ২১ জানুয়ারি সকাল ৮টা ৫২ মিনিট পর্যন্ত। এর পরে শুরু হয়ে যাবে কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি।
advertisement
২০৭৮ বিক্রম সম্বতের মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী তিথিতে সাকত চৌথ বা সঙ্কষ্টী চতুর্থী ব্রত পালিত হবে।
আরও পড়ুন: সকালে ঘুম থেকে উঠেই এই কাজগুলো করবেন না, যদি করেন গোটা দিন প্রচুর বাজে খরচ হবে
পঞ্জিকা মতে আজ সূর্যোদয় হয়েছে সকাল ৭টা ১৩ মিনিটে, সূর্যাস্ত হবে সন্ধে ৬টা ০২ মিনিটে। অন্য দিকে, চন্দ্রোদয় হবে ২১ জানুয়ারি রাত ৯টা ১১ মিনিটে। চন্দ্র অস্ত যাবে ২২ জানুয়ারি সকাল ১০টা ০৭ মিনিটে।
এই ২০৭৮ বিক্রম সম্বতের মাঘ মাসের কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথির নক্ষত্র হল মঘা। ২১ জানুয়ারি, সকাল ৯টা ৪৩ মিনিট পর্যন্ত মঘা নক্ষত্রের অবস্থান থাকবে। এর পরে তিথিতে অবস্থান করবে পূর্ব ফাল্গুনী নক্ষত্র।
সূর্য অবস্থান করবে মকর রাশিতে। চন্দ্র অবস্থান করবে সিংহ রাশিতে।
শুভ মুহূর্ত- ২১ জানুয়ারি অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে দুপুর ১২টা ১৬ মিনিটে, শেষ হচ্ছে দুপুর ১২টা ৫৯ মিনিটে। অমৃতযোগ ২১ জানুয়ারি শুরু হচ্ছে রাত ৩টে ৫৯ মিনিটে, শেষ হচ্ছে ভোর ৫টা ৩৯ মিনিটে। এই অভিজিৎ মুহূর্ত এবং অমৃতকালকে ভারতীয় জ্যোতিষশাস্ত্রের অন্যতম পুণ্যলগ্ন বলে বিবেচনা করা হয়ে থাকে। যে কোনও নতুন কাজ, শুভ কাজ শুরু করার এটি প্রকৃষ্ট সময়।
অশুভ মুহূর্ত- পঞ্জিকা মতে ২১ জানুয়ারি রাহুকাল শুরু হচ্ছে সকাল ১১টা ১৭ মিনিট থেকে, শেষ হচ্ছে দুপুর ১২টা ৩৮ মিনিটে। এই সময়ে নতুন কোনও কাজ শুরু করাটা ঠিক হবে না।