TRENDING:

Surya Gochar 2022: ১৭ সেপ্টেম্বর থেকে সূর্যের কৃপায় খুলতে চলেছে ভাগ্য! অর্থলাভ না রোগমুক্তি- কী আছে কপালে

Last Updated:

কন্যা রাশিতে সূর্যের গমন ৬টি রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত শুভ প্রমাণিত হবে। এবারে জেনে নেওয়া যাক কোন কোন রাশির জন্য সূর্যের এই যাত্রা শুভ প্রমাণিত হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: গ্রহরাজ সূর্যের (Lord Surya) অবস্থান পরিবর্তন হতে চলেছে। আগামী ১৭ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সূর্য স্বরাশি সিংহ রাশি থেকে বেরিয়ে কন্যা রাশিতে প্রবেশ করবেন। সূর্যের রাশি পরিবর্তন (Surya Gochar 2022) ঘটবে সকাল ৭টা বেজে ৩৫ মিনিটে। এর পরে সূর্য ১৬ অক্টোবর পর্যন্ত কন্যা রাশিতে থাকবেন। কন্যা রাশিতে সূর্যের গমন ৬টি রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত শুভ প্রমাণিত হবে। এবারে জেনে নেওয়া যাক কোন কোন রাশির জন্য সূর্যের এই যাত্রা শুভ প্রমাণিত হবে।
১৭ সেপ্টেম্বর থেকে সূর্যের কৃপায় খুলতে চলেছে ভাগ্য!
১৭ সেপ্টেম্বর থেকে সূর্যের কৃপায় খুলতে চলেছে ভাগ্য!
advertisement

মেষ:

সূর্যের গমনে মেষ রাশির জাতক-জাতিকাদের যাবতীয় কাজ সম্পন্ন হবে। সমস্ত বাধা অতিক্রম করা সম্ভব হবে এবং একের পর এক সাফল্য আসবে। জাতকদের নিজের তো বটেই, স্ত্রীর স্বাস্থ্যও ভাল থাকবে।

কর্কট:

সূর্যের এই স্থানান্তর কর্কট রাশির মানুষদের সমস্ত রোগ নিরাময়ে সাহায্য করবে। স্বাস্থ্য ভাল থাকবে। যাঁরা দীর্ঘদিন ধরে নানাবিধ সমস্যায় ছিলেন, তাঁদের সব সমস্যাই দূর হবে।

advertisement

আরও পড়ুন- করুন না যা খুশি! শুধু বিয়ের পরে বাবা হতে না পারলে মনে ক্ষোভ রাখবেন না যেন

তুলা:

সূর্যের অবস্থান পরিবর্তনে তুলা রাশির জাতক-জাতিকাদের বিদেশ ভ্রমণ হতে পারে। বহুদিন ধরে যাঁদের বিদেশ যাওয়ার পরিকল্পনা ছিল এখন তা পূরণ হবে। এছাড়াও জাতক-জাতিকারা আরও কিছু ভাল খবর পেতে পারেন।

advertisement

বৃশ্চিক:

সূর্যের রাশি পরিবর্তন আর্থিক সৌভাগ্য বহন করবে। আর্থিক অবস্থা ভাল হবে। জাতক-জাতিকারা উপার্জন বৃদ্ধির আনন্দ পাবেন, এর কারণে অনেক আটকে থাকা কাজ এবার সম্পন্ন হবে। বাড়িতে সুখ ও সমৃদ্ধি বজায় থাকবে।

আরও পড়ুন-  ‘উন্নয়নমূলক প্রকল্প সংক্রান্ত কাজে সাংসদ আবু তাহের খানের সঙ্গে যোগাযোগ করুন...’, করিমপুর নিয়ে আবেগঘন পোস্ট মহুয়ার

advertisement

ধনু:

কন্যা রাশিতে সূর্যের প্রবেশ বিশেষভাবে ব্যবসায়ীদের উপকার করবে। কর্মজীবনে নতুন সুযোগ আসবে। আর্থিক মুনাফা আরও বাড়বে। স্বাস্থ্যের উন্নতি হবে। সমস্যা সমাধানে সফলতা মিলবে।

মীন:

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোয় 'নবাবের জেলা'য় ফুটে উঠল সিপাহি বিদ্রোহ! চোখের সামনে রক্ত গরম করা অতীত
আরও দেখুন

সূর্যের অবস্থান পরিবর্তনে মীন রাশির জাতক-জাতিকাদের কর্মজীবনে নতুন এবং ভাল সুযোগ এনে দেবে। তাঁরা ভবিষ্যতে নানা সুবিধা পাবেন। বিনিয়োগ, বাড়ি কেনা বা নতুন গাড়ি কেনার জন্য এটি উপযুক্ত সময়। অবিবাহিতরা মনের মতো সঙ্গী পাবেন।

advertisement

বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Surya Gochar 2022: ১৭ সেপ্টেম্বর থেকে সূর্যের কৃপায় খুলতে চলেছে ভাগ্য! অর্থলাভ না রোগমুক্তি- কী আছে কপালে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল