TRENDING:

Surya Gochar 2022: দাম্পত্য অশান্তি থেকে অর্থহানি, সূর্যের গোচরে নিরাপদে থাকতে জানুন কার কী কর্তব্য

Last Updated:

Surya Gochar 2022: এই রাশিতে সূর্য আগামী ১৬ নভেম্বর, ২০২২ তারিখ পর্যন্ত অবস্থান করবেন। এই রাশিতে সূর্য নিচভঙ্গ অবস্থানে থাকবে। তুলা রাশিতে সূর্য গমনের প্রভাব কিছু রাশির জন্য শুভ এবং কিছু রাশির জন্য অশুভ প্রমাণিত হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে, সম্পদ এবং যশ দাতা সূর্যদেব চলতি অক্টোবর মাসে তাঁর স্থান পরিবর্তন করে তুলা রাশিতে প্রবেশ করতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, সূর্য বুধের অধীনস্থ কন্যা রাশি ত্যাগ করে আগামী ১৭ অক্টোবর, ২০২২ তারিখে সন্ধ্যা ৭টা বেজে ৯ মিনিটে তুলা রাশিতে প্রবেশ করবে। এই রাশিতে সূর্য আগামী ১৬ নভেম্বর, ২০২২ তারিখ পর্যন্ত অবস্থান করবেন। এই রাশিতে সূর্য নিচভঙ্গ অবস্থানে থাকবে। তুলা রাশিতে সূর্য গমনের প্রভাব কিছু রাশির জন্য শুভ এবং কিছু রাশির জন্য অশুভ প্রমাণিত হবে।
দাম্পত্য অশান্তি থেকে অর্থহানি, সূর্যের গোচরে নিরাপদে থাকতে জানুন কার কী কর্তব্য
দাম্পত্য অশান্তি থেকে অর্থহানি, সূর্যের গোচরে নিরাপদে থাকতে জানুন কার কী কর্তব্য
advertisement

জেনে নেওয়া যাক সূর্যের গোচরে সময় কেমন যাবে আর দুঃসময়ের প্রতিকারই বা কী ৷

আরও পড়ুন- কেবল বুদ্ধিমান ব্যক্তিরাই পারবেন ৩ সেকেন্ডের মধ্যে বাড়ির উঠোনে লুকনো অনুপ্রবেশকারীকে চিহ্নিত করতে

মেষ:

সূর্যের অবস্থান পরিবর্তনে আপনার জীবনে উত্থান-পতন আসতে চলেছে। বিবাহিত দম্পতিদের মধ্যে বিবাদ হতে পারে। তাই সঙ্গীর সঙ্গে কথাবার্তা বলার সময় ধৈর্য রাখতে হবে। যে কোনও ব্যক্তির সঙ্গে কথাবলার সময় সতর্ক থাকতে হবে, নয় তো আপনার ব্যক্তিত্বের খারাপ দিক প্রকাশিত হতে পারে। যে কোনও রকমের বিজনেস ডিল করার সময় সরকারি কাগজপত্র দেখে নিন।

advertisement

প্রতিকার- রোজ সূর্যোদয় দর্শন করুন

বৃষ:

পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে। ব্যবসায় নতুন কোনও সুযোগ মিলতে পারে। নিজের ক্ষমতার যথাযথ প্রয়োগ করলে জাতক-জাতিকারা সহজেই বিপক্ষের বিরুদ্ধে জিততে পারবেন। শিক্ষার্থীরা এই সময় ভাল ফলাফল করতে পারবেন। তবে এই সময় শরীরের যত্ন নিতে হবে।

প্রতিকার- দরিদ্রদের গুড়ের মিষ্টি দান করুন

advertisement

মিথুন:

এই সময়সীমায় জাতক-জাতিকারা নানা ছোটখাটো কথাতেই মেজাজ হারিয়ে ফেলবেন, এতে ব্যক্তিত্বের ওপর খারাপ প্রভাব পড়তে চলেছে। কর্মক্ষেত্রে কাজের সম্পূর্ণতা পেতে এঁদের যথেষ্ট পরিশ্রম করতে হবে। যথাযথ পরিশ্রম করলেই সেই অনুপাতে ফল মিলবে না। দাম্পত্য জীবনে নানা উত্থান-পতন লেগেই থাকবে।

আরও পড়ুন- কেবল বুদ্ধিমান ব্যক্তিরাই পারবেন ৩ সেকেন্ডের মধ্যে বাড়ির উঠোনে লুকনো অনুপ্রবেশকারীকে চিহ্নিত করতে

advertisement

প্রতিকার- বরিবার তামার পাত্র দিয়ে সূর্যদেবকে জল নিবেদন করুন

কর্কট:

এই সময় আপনার কথাবার্তায় কঠোরতা প্রকাশ পাবে, এতে অন্যদের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হতে পারে। যথাসময়ে কাজ সম্পন্ন করা যাবে না। বাড়িতে মায়ের সঙ্গে নানা কথায় বিবাদ হবে। কোনও যানবাহন বা জমিজমা কেনার ক্ষেত্রে বড়দের সঙ্গে পরামর্শ করুন। শরীরের প্রতি সাবধান থাকুন।

advertisement

প্রতিকার- প্রতিদিন বাড়ি থেকে বেরোনোর সময় বড়দের আশীর্বাদ নিন

সিংহ:

প্রফেশনাল এবং ব্যবসায়ীদের জন্য দিনটি অত্যন্ত শুভ প্রমাণিত হবে। আপনার সাহসিকতার কারণে সমস্ত কাজ পূরণ হবে। পরিবার এবং প্রফেশন উভয় স্থানেই শান্তি বিরাজ করবে। পরিবারে পিতার সমর্থন পাবেন। স্বাস্থ্যও অপেক্ষাকৃত ভাল যাবে।

প্রতিকার- দরিদ্রদের চাল ধান করুন

কন্যা:

সঠিক সময় কাজ সম্পন্ন করতে অত্যন্ত বেগ পেতে হবে। কর্মক্ষেত্রে ধৈর্য বজায় রেখে কাজ করতে হবে এবং এই সময় কোনও রকমের বাদ-বিবাদে না জড়ানোই ভাল। এই সময় খরচের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে। কোনও স্থানে বিনিয়োগ করতে হলে কোনও বিশেষজ্ঞের পরামর্শ নিন। নিজের স্বাস্থ্যের প্রতি সাবধান থাকুন। আপনি এই সময় দুর্ঘটনার শিকার হতে পারেন এমন আশঙ্কা রয়েছে।

প্রতিকার- প্রতিদিন আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করুন

তুলা:

সূর্যের তুলা রাশিতে গোচর জাতক-জাতিকাদের জীবনে উত্থান-পতন নিয়ে আসতে চলেছে। এই সময় এঁদের মধ্যে আত্মবিশ্বাসের কমতি দেখা দেবে। এই সময় জাতক-জাতিকাদের মন অশান্ত থাকায় তাঁরা কোনও বিষয়ে নির্ণয় নিতে অসমর্থ হবেন। জাতকরা ঘরের সদস্যাদের ওপর অকারণে রাগ করবেন। দম্পতিদের মধ্যেও অধিক খরচ হওয়ার কারণে সমস্যা বা রাগারাগি হতে পারে।

প্রতিকার- রোজ সূর্যদেবের পুজা করুন

বৃশ্চিক:

কর্মক্ষেত্রে সমস্ত কাজ পূরণ করতে সমস্যা হতে পারে। তাড়াহুড়োতে কোনও সিদ্ধান্ত নেবেন না, যাঁরা বিদেশের সঙ্গে সম্পর্কিত কোনও কাজ করছেন তাদের জন্য সময়টি অত্যন্ত শুভ। পরিবারের পরিবেশ শুভ হবে, জাতক-জাতিকারা পরিবারের সদস্যদের সঙ্গে ভাল সময় কাটাবেন।

প্রতিকার- পিতা বা পিতাতুল্য কাউকে উপহার স্বরূপ বস্ত্র দান করুন

ধনু:

জাতক-জাতিকাদের জীবনে সূর্যের গোচরে প্রভূত উন্নতি নিয়ে আসবে। অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সাহায্য পাবেন। এছাড়াও জাতক-জাতিকারা কর্মক্ষেত্রে প্রমোশন পেতে পারেন। শত্রুদের বিরুদ্ধে জয়লাভ সফল হবে। কোনও ধর্মস্থানে ভ্রমণের সুযোগ মিলবে। প্রেমজীবনেও অনুকূল পরিবেশ বজায় থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে ছোটখাটো বিবাদ হতে পারে।

প্রতিকার- প্রতিদিন গরুকে রুটি খাওয়ান

মকর:

মকর রাশির মানুষদের জন্য শুভ সময়। সমস্ত বাধা দূর হবে, কর্মে সফলতা আসবে।

প্রতিকার- রুবি ধারণ করুন

কুম্ভ:

জাতকদের কষ্টের সম্মুখীন হতে হবে, কর্মক্ষেত্রে পরিস্থিতি প্রতিকূলে থাকবে। ব্যক্তিগত জীবনেও সমস্যা হতে পারে।

প্রতিকার- ১০৮ বার সূর্যদেব সংক্রান্ত যে কোনও মন্ত্র পড়ুন

মীন :

কেরিয়ারে সাফল্য আসবে, তবে কর্মে মন থাকবে না। ব্যবসায়ে বিনিয়োগের জন্য ধার না নেওয়াই ভাল। কথাবার্তায় সংযমী হতে হবে।

প্রতিকার- ধর্মস্থলে দান-ধ্যান করতে হবে

বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Surya Gochar 2022: দাম্পত্য অশান্তি থেকে অর্থহানি, সূর্যের গোচরে নিরাপদে থাকতে জানুন কার কী কর্তব্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল