বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে, সূর্য আগামী ১৬ ডিসেম্বর সকাল ৯টা ৩৮ মিনিটে ধনু রাশিতে প্রবেশ করতে চলেছে। জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে, সূর্যের এই রাশি পরিবর্তন কয়েকটি রাশির জাতক-জাতিকদের জন্য বিশেষ ফলাফল প্রদান করতে চলেছে। সেই সঙ্গে আবার কিছু রাশির জাতক-জাতিকাদের এই সময় খানিকটা সতর্ক থাকা দরকার। এ বারে জেনে নেওয়া যাক, সূর্যের অবস্থান পরিবর্তনে কোন কোন রাশির জাতক-জাতিকাদের সাবধান হওয়ার প্রয়োজন রয়েছে।
advertisement
আরও পড়ুন- শিশুর পুষ্টি নিয়ে চিন্তা! নিয়মিত খাদ্য তালিকায় নিয়ে আসুন বাজরা
বৃষ রাশি:
এই রাশির অষ্টম ঘরে প্রবেশ করতে চলেছে সূর্য। এমন অবস্থায় এই রাশিতে সূর্যের দৃষ্টি আর্থিক দিকে পড়বে। ফলে বৃষ রাশির জাতক-জাতিকাদের সূর্যের এই পরিবর্তনে বিশেষ সাবধান হওয়া দরকার। গাড়ি চালানোর সময় সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। এই সময় কথাবার্তার উপর নিয়ন্ত্রণ রাখা খুবই জরুরি, তা না-হলে সম্পর্ক খারাপ হতে পারে।
কন্যা রাশি:
ডিসেম্বর মাসে সূর্যের গমন কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য কিছুটা সমস্যা তৈরি করতে পারে। এই রাশির চতুর্থ ঘরে প্রবেশ করতে চলেছে সূর্য এবং দশম ঘরে অবস্থান করবে। এমন পরিস্থিতিতে এই রাশির জাতক-জাতিকারা স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে পারেন। কর্মক্ষেত্রে কেবলমাত্র নিজের কাজেই মনোযোগ দেওয়া দরকার, নয়তো বড় কোনও সমস্যায় পড়তে হতে পারে।
আরও পড়ুন-বছর শুরুতেই শনির গোচর: সাবধানে থাকতে হবে এই তিন রাশিকে
মকর রাশি:
মকর রাশির জাতক-জাতিকাদের জন্য সূর্যের অবস্থান পরিবর্তন অশুভ ফল বয়ে আনতে চলেছে। এই রাশিতে সূর্য দ্বাদশ ঘরে প্রবেশ করতে চলেছে। এমন পরিস্থিতিতে এই রাশির জাতক-জাতিকাদের যে কোনও ধরনের বিনিয়োগ করার আগে ভাল করে ভেবে নেওয়া উচিত, নয়তো আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনও কাজে বাধা আসতে পারে, তার জন্য অবশ্য চিন্তা না-করাই ভাল। আগামী দিনে অবশ্যই সাফল্য আসবে।
Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷