সূর্য ১৪ জানুয়ারি, ২০২৩ রাত পর্যন্ত ধনু রাশিতে অবস্থান করবে এবং এর পরে সূর্য মকর রাশিতে প্রবেশ করবে। সূর্যের মকর রাশিতে প্রবেশকাল মকর সংক্রান্তি হিসেবে পরিচিত। এই দিনে খরমাস শেষ হয় এবং প্রায় এক মাস ধরে বন্ধ থাকা শুভ কাজ পুনরায় শুরু হয়।
এবারে আমরা জেনে নেব আগামী ১৬ ডিসেম্বর সূর্যের গোচরে যে কয়েকটি রাশি সৌভাগ্যের আস্বাদ পেতে চলেছেন তাঁদের বিষয়ে।
advertisement
মেষ রাশি:
সূর্য অবস্থান পরিবর্তন মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য ভাল সময় নিয়ে আসতে চলেছে। পুরনো সমস্ত সমস্যা শেষ হবে। সমস্ত কাজের বাধা দূর হবে। গোপন শত্রুরা পরাজিত হবে। আটকে থাকা বা বিপক্ষে থাকা নানা বিষয় মেষ জাতক-জাতিকাদের পক্ষে মোড় নেবে। জাতক-জাতিকাদের শক্তি, সাহস এবং আত্মবিশ্বাস বাড়বে।
আরও পড়ুন- গ্রহের গোচরে বছর শেষে ধনবান হতে চলেছেন এই রাশির জাতক-জাতিকারা! কিন্তু কীভাবে আসবে অর্থ?
মিথুন রাশি:
সূর্যের রাশি পরিবর্তন মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য উন্নতি ও অর্থ বয়ে আনতে চলেছে। তাঁরা এই সময় অনেক পুরনো সমস্যা থেকে মুক্তি পাবেন। দাম্পত্য জীবনও সুন্দর হবে। আয় বাড়তে পারে।
কন্যা রাশি:
কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য সূর্যের গোচর খুবই শুভ প্রমাণিত হতে চলেছে। শুধু কর্মজীবনে উন্নতি বা আর্থিক উন্নতিই নয়, জাতক-জাতিকাদের জীবনে বিলাস-বৈভবও বাড়বে। জাতক-জাতিকারা নতুন বাড়ি বা গাড়ি ও প্লট কেনারও পরিকল্পনা করতে পারেন।
আরও পড়ুন- একে একে গিলেছে ৬১টা মার্বেল! ৪ বছরের মেয়ের এক্স-রে রিপোর্ট দেখে মা-বাবা অজ্ঞান
সিংহ রাশি:
সূর্য নিজের রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গে সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য দুর্দান্ত সাফল্যের দিন শুরু হবে। সূর্য সিংহ রাশির অধিপতি, অতএব সূর্য এই এক মাসে জাতক-জাতিকাদের পদোন্নতি এবং ভরপুর সাফল্য এনে দেবেন।
ধনু রাশি:
সূর্যের ধনু রাশিতে প্রবেশ ধনু জাতক-জাতিকাদের জন্য বরস্বরূপ প্রমাণিত হতে চলেছে। জাতক-জাতিকাদের আত্মবিশ্বাস বাড়বে যা তাঁদের কাজে সাফল্য এনে দেবে। চাকরিতে অবস্থান পূর্বের তুলনায় আরও শক্তিশালী হবে। কর্মক্ষেত্রে পদোন্নতি হবে। ব্যবসায়ীরা সমস্ত রকমের ব্যবসায় লাভবান হবেন। অন্য দিকে, বিনিয়োগের জন্যেও সময়টি বেশ ভাল।
Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷