তবে এই ঘটনা সম্পর্কে অনেকেই জ্যোতিষীদের শরণাপন্ন হয়েছেন। জ্যোতিষবিদ ড. ধীরজ কুমার ঝা জানিয়েছেন, এটা নিছকই কাকতালীয় ঘটনা। হিন্দু ধর্মগ্রন্থে এমন কোনও ঘটনার বর্ণনা নেই।
আরও পড়ুন: কোন রহস্যে আইপিএল ২০২২-র ট্রফি ঘরে তুলেছিল গুজরাত? কী বলছে সংখ্যাতত্ত্ব!
আসলে চাঁদের বাম দিকে এই নক্ষত্রের উপস্থিতি কাকতালীয় ঘটনা ছাড়া আর কিছুই নয়। এই ঘটনা এর আগেও অনেকবার দেখা গিয়েছে। তবে একই সঙ্গে চাঁদের ডান দিকে এবং বামে জ্বলজ্বলে নক্ষত্রের উপস্থিতি দেখে অনেকেই হতবাক হয়েছেন।
advertisement
রবিবার চাঁদের দিকে চোখ পড়তেই অনেকে এই দৃশ্য দেখে হতবাক হয়েছেন।এই নিয়ে অনেকের মধ্যে জোর কল্পনাও শুরু হয়েছিল। বিশেষ করে চৈত্রের নবরাত্রির দিন এই ঘটনা ঘটায় অনেকেই বিশ্বাস করতে শুরু করেছিলেন এর পেছনে কোনও দৈব যোগ রয়েছে। আরও আশ্চর্যের বিষয়, ওই দিনেই পূজিত মা দূর্গার কপোলে ঠিক যেমন চন্দ্রমার চিহ্ন রয়েছে ঠিক রকম ভাবেই চাঁদের পাশে নক্ষত্রের উপস্থিতি সত্যিই অবাক করার মতো বিষয়।
আরও পড়ুন: এক চিমটে হলুদ আর একটি মুদ্রাতেই সফল! সংসারে অভাব অনটন ঘোচাতে জানুন বাস্তুর নিয়ম
এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই খুব দ্রুত ভাইরাল হয়েছে। তবে পরে জানা যায় যে, চাঁদ ও সূর্য একে অপরের কাছাকাছি চলে এসেছে বলেই সূর্যের আলোয় চাঁদের কাছাকাছি এমন দৃশ্য ঘটতে দেখা গিয়েছে। তবে এই জ্যোতির্বিদ্যা সংক্রান্ত ঘটনা সম্পর্কে খুব বেশি তথ্য এখনও জানা যায়নি। ধর্মবিশ্বাসীরা এই ঘটনার দৈব ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেও জ্যোতিষীরা সাফ জানিয়ে দিয়েছেন এর পেছনে কোনও দৈব ব্যাখ্যা নেই।