জেনে নেওয়া যাক বিশেষ ভাবে কোন কোন রাশির মানুষ শুক্রের গোচরে লাভবান হবেন।
বৃশ্চিক:
শুক্রের রাশি পরিবর্তন এই রাশির মানুষদের জন্য অত্যন্ত শুভ প্রমাণিত হতে চলেছে। কারণ শুক্র অবস্থান পরিবর্তন করে এই রাশির ১১তম ঘরে প্রবেশ করেছেন। যার কারণে জাতক-জাতিকাদের আয় বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এই সময়ে এঁদের আয়ের নতুন উৎসও তৈরি হতে পারে। এছাড়াও যাঁরা মিডিয়া, ফিল্ম, অভিনয়, ফ্যাশন ডিজাইনিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, তাঁরা এই সময়টি দুর্দান্ত ভাবে কাজে লাগাতে পারবেন। এ ছাড়াও এই সময়ে জাতক-জাতিকারা ব্যবসা এবং কর্মজীবনে প্রত্যাশিত সাফল্য পেতে পারেন। সেই সঙ্গে ভাগ্যের পূর্ণ সমর্থনও পাবেন। এই সময়ে জাতক-জাতিকারা কালো পাথর ধারণ করতে পারেন, এতে তাঁরা বিশেষ ভাবে লাভবান হবেন।
advertisement
আরও পড়ুন- টাকা-পয়সা নিয়ে ঠকতে হবে! আর কী আছে ভাগ্যে সূর্যের রাশি পরিবর্তনে?
সিংহ:
শুক্র গ্রহের অবস্থান পরিবর্তনের সঙ্গে সঙ্গে জাতক-জাতিকারা ব্যবসা এবং কর্মজীবনে ভাল সাফল্য পেতে পারেন। কারণ শুক্র গ্রহ এই রাশির দ্বিতীয় স্থানে প্রবেশ করেছেন, যাকে সাধারণত অর্থ ও বাণীর ঘর বলে মনে করা হয়। অতএব এই সময়ে জাতক-জাতিকারা বিভিন্ন মাধ্যম থেকে অর্থ উপার্জনে সফল হবেন। এছাড়াও আকস্মিক ভাবে আর্থিক লাভ পাওয়ারও সম্ভাবনা রয়েছে। ধার দেওয়া টাকা এই সময়ে ফেরত পাওয়া যেতে পারে। অন্য দিকে, যাঁরা বিপণন বা যোগাযোগের মাধ্যমের সঙ্গে যুক্ত যেমন আইনজীবী, মার্কেটিং ওয়ার্কার, শিক্ষক তাঁদের জন্য এই সময়টি চমৎকার লাভবান প্রমাণিত হতে পারে। জাতক-জাতিকারা এই সময়ে রুবি ধারণ করতে পারেন, যা এঁদের জন্য উপকারী প্রমাণিত হবে।
আরও পড়ুন- সপ্তাহান্তে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বঙ্গোপসাগরে, বৃষ্টির আশঙ্কা পুজোর মধ্যে !
ধনু:
শুক্রের রাশিচক্রের পরিবর্তন এঁদের জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে চলেছে। শুক্র এই রাশির দশম ঘরে প্রবেশ করেছেন। যা কর্মক্ষেত্রের স্থান হিসেবে বিবেচিত হয়। এই সময়ে জাতক-জাতিকাদের নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যাঁরা চাকরি করেন তাঁদের পদোন্নতি হতে পারেন। এই সময়ে ব্যবসাও প্রসারিত হতে পারে। এছাড়াও নতুন ব্যবসায়িক সম্পর্ক তৈরি হতে পারে।