তুলা
জ্যোতিষশাস্ত্র অনুসারে, শুক্র এই রাশির ১১তম ঘরে প্রবেশ করতে চলেছেন। জ্যোতিষশাস্ত্রের বিশ্বাস অনুসারে তুলা রাশির অধিপতি শুক্র। এমন পরিস্থিতিতে শুক্রের গমন এই রাশির জন্য উপকারী প্রমাণিত হতে পারে। গোচরের সময় শক্তিশালী আর্থিক অবস্থার উন্নতির সম্ভাবনা রয়েছে। সন্তানের দিক থেকে শুভ সংবাদ পেতে পারেন জাতক-জাতিকারা।
আরও পড়ুন- আজ কৌশিকী অমাবস্যা; সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই নিয়ম মানলেই খুলে যাবে সৌভাগ্যের দ্বার
advertisement
বৃষ
বৃষ রাশির চতুর্থ ঘরে প্রবেশ করতে চলেছেন শুক্র। এই রাশির অধিপতি গ্রহও শুক্র। এমন অবস্থায় শুক্র গ্রহের শুভ প্রভাব পেতে পারেন জাতক-জাতিকারা। শুক্র পালাক্রমে জীবনে সুখ, সমৃদ্ধি ও শান্তি নিয়ে আসবেন। পরিবারে সুখের পরিবেশ বজায় থাকবে। সেই সঙ্গে এই সময়ে ভাগ্যের পূর্ণ সমর্থন পাওয়া যাবে। সামগ্রিকভাবে, এই গোচর শুভ প্রমাণিত হবে।
কুম্ভ
শুক্র কুম্ভ রাশির সপ্তম ঘরে প্রবেশ করতে চলেছেন। শুক্রের এই গোচর উপকারী প্রমাণিত হতে পারে জাতক-জাতিকাদের জন্য। এই সময়ে পারিবারিক জীবন সুখী হবে। জাতক-জাতিকারা আর্থিক সমস্যার মোকাবিলা করতে সক্ষম হবেন। সেই সঙ্গে নানা সুযোগ-সুবিধাও পাবেন।
সিংহ
জ্যোতিষ শাস্ত্র অনুসারে এই রাশির উর্ধ্বগামী ঘরে শুক্রের অবস্থান ঘটতে চলেছে। এর পাশাপাশি এই রাশিতে শুক্র ও সূর্যের মিলনযোগও তৈরি হবে। শুক্র গ্রহের প্রভাবে জাতক-জাতিকারা সমাজে সম্মান পাবেন। চাকরিতে পদোন্নতির সুযোগ আসবে। পারিবারিক জীবন সুখের হবে।
বৃশ্চিক
শুক্র এই রাশির দশম ঘরে গমন করছেন। এই সময়ে, জাতক-জাতিকারা চাকরিতে উন্নতির পাশাপাশি সমাজে সম্মান পাবেন। যাঁরা ব্যবসা করছেন তাঁরা বাড়তি লাভ করতে পারেন। জমি ও যানবাহন কেনার যোগ হবে। ভাগ্য নানা ভাবে সমর্থন করবে।