এবারে আমরা জেনে নেব শনিদেবের কুম্ভ রাশিতে গোচরের কারণে কোন কোন রাশির জাতক-জাতিকারা দুর্দান্ত আর্থিক সফলতা পেতে চলেছেন।
আরও পড়ুন- নতুন বছরের শুরুতে বৃহস্পতির গোচর! লাভ না ক্ষতি- কী রয়েছে ভাগ্যে? জেনে নিন
কর্কট রাশি
শনি কর্কট রাশির অষ্টম ঘরের অধিপতি। আগামী ১৭ জানুয়ারি অষ্টম ঘরে শনিদেবের প্রবেশের কারণে সমাজে জাতক-জাতিকারা নানা ভাবে সম্মানিত হবেন এবং তাঁরা যে কোনও উচ্চপদে অভিষিক্ত হতে পারেন। আটক থাকা অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিদেশ ভ্রমণের সুযোগ হতে পারে।
advertisement
কন্যা রাশি
ষষ্ঠ ঘরে শনির অবস্থানে কারণে জাতক-জাতিকারা আইনি মামলা থেকে রেহাই পাবেন। যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেবেন তাঁরা সফলতা পাবেন। রোগ-ব্যাধি থেকে মুক্তি মিলবে। কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে।
ধনু রাশি
আগামী ১৭ জানুয়ারি ধনু রাশির জাতক-জাতিকারা শনির প্রবেশে সাড়ে সাতির দশা থেকে মুক্তি পাবেন। ধনু রাশির তৃতীয় ঘরে অবস্থানের কারণে জাতক-জাতিকারা সাহসী ও পরাক্রমশালী হয়ে উঠবেন। যে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। কর্মক্ষেত্রে পদোন্নতি মিলতে পারে।
আরও পড়ুন- মেসির মন জয়ে নীল-সাদা রসগোল্লা ফেলু মোদকের
মীন রাশি
মীন রাশির জাতক-জাতিকাদের দ্বাদশ ঘরে শনির অবস্থানের কারণে তাঁদের ভ্রমণের যোগ তৈরি হতে পারে। পুরনো কোনও অসুখ থেকে জাতক-জাতিকারা মুক্তি পাবেন। চাকরিজীবীদের জন্য সময়টি ভাল। ব্যবসায়ীরা দুর্দান্ত আর্থিক সফলতা পাবেন। যে কাজেই জাতক-জাতিকারা হাত দেবেন সেখানেই তাঁরা সফল হবেন।
Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷