এক্ষেত্রে কাজে আসে সংখ্যাতত্ত্ব। ভারতীয় মতে সংখ্যাতত্ত্বের উপর ভিত্তি করেও ভাগ্যফল নির্ধারণ করা হয়, বলা যায় ভবিষ্যতে কী ঘটতে পারে। সাধারণত জন্মতারিখ অনুযায়ী হিসেব-নিকেশ করে সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে গণনা করা হয়ে থাকে। যেমন ধরে নেওয়া যাক, কারও জন্মতারিখ ১১। এক্ষেত্রে তাঁর জন্মগত সংখ্যা হবে ১+১= ২। ফলে তাঁকে সংখ্যাতত্ত্বের #২-এর গণনা দেখতে হবে। অর্থাৎ নিজের জন্মতারিখের যোগফল হিসেব করে সংখ্যাতত্ত্বের গণনা করা হয়।
advertisement
আরও পড়ুনঃ রাশিফল ১০-১৭ জুলাই; দেখে নিন কেমন যাবে সপ্তাহ
এই হিসেবে যাঁদের জন্ম ৩, ১২, ২১ এবং ৩০ তারিখে, তাঁরা পড়বেন সংখ্যা ৩-এর আওতায়। অন্য দিকে, যাঁদের জন্ম ১, ১০, ১৯ এবং ২৮ তারিখে, তাঁদের ধরতে হবে সংখ্যা ১ হিসেবে। এবার মিলিয়ে দেখা যাক সংখ্যা ৩ এবং সংখ্যা ১-এর দাম্পত্য কেমন হতে পারে।
সংখ্যাতত্ত্ববিদরা বলবেন, এই দুইয়ের দাম্পত্য রীতিমতো আদর্শ স্থাপন করতে পারে। কেন তাঁরা একথা বলছেন, তার জন্য দুইয়ের চারিত্রিক বৈশিষ্ট্য বুঝতে হবে। সংখ্যা ৩ বৃহস্পতির অধীন; এঁরা প্রতিভাবান, বুদ্ধিমান, সামাজিক গুণসম্পন্ন, যে কোনও কাজেই প্রায় দক্ষ। সংখ্যা ১ সূর্যের অধীন; এঁরা সাহসী, উচ্চাকাঙ্ক্ষী, নেতৃত্বদানের ক্ষমতা এঁদের সহজাত, যে কোনও কাজ শুরু করতে এঁরা পিছ-পা হন না। অতএব, সংখ্যা ১-এর নিজস্বতা সংখ্যা ৩-কে সৃজনশীলতার দিকে নিয়ে যাবে, পরস্পরকে এঁরা আশ্রয় দেবেন, সম্পর্কও হবে সুন্দর।
আরও পড়ুনঃ শনির মহাদশায় জীবনে চরম চাপ! শ্রাবণের প্রথম শনিবারে ৫ উপায়েই নিষ্কৃতি
তবে বিপদ আসতে পারে অহংবোধ থেকে, এই দুজনকেই পরস্পরের অনিচ্ছাকে সম্মান করা শিখতে হবে। ঝগড়া হলে বসে না থেকে তা মেটানোর জন্য উদ্যোগী হতে হবে। এটুকু সামলে নিতে পারলেই সমস্যা থাকবে না। এদের উভয়েরই চরিত্রে, পছন্দে মিল আছে, সব মিলিয়ে জীবন ভালবাসায় ভরে উঠবে।