এমন সব মহিলাদের বিষয়ে বলা হবে যাতে কোনও মাসের ৩, ১২, ২১ ও ৩০ তারিখে জন্মায় ৷ এই মেয়েরা পরিবারের মুখ উজ্জ্বল করে ৷ এখানেই শেষ নয়, এই মেয়েরাই বাবার ভাগ্য ফিরিয়ে দেয় ৷ অঙ্ক জ্যোতিষ অনুযায়ী এই সমস্ত মেয়েরা বাবার জন্য অত্যন্ত লাকি রূপে প্রতিপন্ন হয় ৷ এই মেয়েরা নিজেদের ভাগ্য রচনা করে একসঙ্গে বাবাকেও সাফল্যেই সপ্তাম সোপানে নিয়ে যায় ৷ জন্মের পরে বাবার আর্থিক অবস্থার উন্নতি হয় ৷
advertisement
একই সঙ্গে সৌভাগ্য প্রাপ্ত হয় ৷ যে সমস্ত মেয়েদের মূলাঙ্ক ৩ জ্যোতিষ শাস্ত্রমতে এই সমস্ত মেয়েরা ছোটবেলা থেকে পরিশ্রমী, একই সঙ্গে উদার মানসিকতা সম্পন্ন ৷ লক্ষ্যপূরণের জন্য যে কোনও ধরনের পরিশ্রম করতে পারেন এই ধরনের মহিলারা ৷ পরিশ্রমের ফলেই পরিবারের মুখ উজ্জ্বল করেন ৷ ৩ মূলাঙ্কের কন্যা সন্তানেরা স্বামীর ভাল ভাগ্যের নির্মাণ করেন ৷
জীবনে কঠিন সময় অত্যন্ত কম আসে ৷ খারাপ সময় এলেও অতি সহজেই বুদ্ধির মাধ্যমে কঠিন পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব ৷ এই মেয়েদের উপরে মা লক্ষ্মীর কৃপা বৃষ্টি হয় ৷ ৩ মূলাঙ্কের মেয়েরা প্রফেশন্যাল কেরিয়ারে অত্যন্ত সজাগ থাকেন ৷ যে কোনও মানুষের সাহায্যের জন্য এগিয়ে আসে ৷ কারোর সামনে ঝুঁকতে চাননা ৷
অত্যন্ত বুদ্ধিমান হয়ে থাকেন ৷ মানসিক ভাবে অত্যন্ত শক্তিশালী হয়ে থাকেন ৷ স্বপ্নপূরণ করতে বিশেষ ভাবেই সাফল হন ৷ জীবনের প্রতিটি বাঁকেই ভাগ্যের সঙ্গ পান ৷
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা কোনও প্রকারের বাধ্য বা অনুরোধ করেনা ৷ তাই ব্যবহারিক প্রয়োগের আগে অবশ্যই বিচার বুদ্ধি দিয়ে আলোচনা করুন ৷ প্রতীকী ছবি ৷