TRENDING:

Lucky Girl For Father: বাবার ভাগ্য গড়ে দেয় এই বৈশিষ্ট্য সম্পন্ন মেয়েরা, সমাজে পরিবারের মাথা উঁচু করে

Last Updated:

Lucky Girl For Father: এই মেয়েরা বাবার জন্য অপার ভাগ্য নিয়ে আসে ৷ স্বামীরও দুরন্ত ভাবে ভাগ্যের চাকা ঘোরে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বৈদিক জ্যোতিষ শাস্ত্রের মতই সংখ্যাতত্ত্ব জ্যোতিষ অনুযায়ী জন্মতিতি স্বভাব, ব্যক্তিত্ব ও ভবিষ্যতের বিষয়ে নানান কথা বলা হয়ে থাকে ৷ কোনও ব্যক্তির জন্ম তিথির সঙ্গে সংযুক্ত করে মূলাঙ্ক নির্ধারিত করা হয় ৷ আজ এমন সমস্ত মেয়েদের বিষয়ে আলোচনা করা হবে ৷ ১ থেকে ৯ পর্যন্ত মূলাঙ্কের জাতক-জাতিকাদের স্বভাব আলাদা আলাদা হয়ে থাকে ৷
প্রতীকী ছবি ৷
প্রতীকী ছবি ৷
advertisement

এমন সব মহিলাদের বিষয়ে বলা হবে যাতে কোনও মাসের ৩, ১২, ২১ ও ৩০ তারিখে জন্মায় ৷ এই মেয়েরা পরিবারের মুখ উজ্জ্বল করে ৷ এখানেই শেষ নয়, এই মেয়েরাই বাবার ভাগ্য ফিরিয়ে দেয় ৷ অঙ্ক জ্যোতিষ অনুযায়ী এই সমস্ত মেয়েরা বাবার জন্য অত্যন্ত লাকি রূপে প্রতিপন্ন হয় ৷ এই মেয়েরা নিজেদের ভাগ্য রচনা করে একসঙ্গে বাবাকেও সাফল্যেই সপ্তাম সোপানে নিয়ে যায় ৷ জন্মের পরে বাবার আর্থিক অবস্থার উন্নতি হয় ৷

advertisement

একই সঙ্গে সৌভাগ্য প্রাপ্ত হয় ৷ যে সমস্ত মেয়েদের মূলাঙ্ক ৩ জ্যোতিষ শাস্ত্রমতে এই সমস্ত মেয়েরা ছোটবেলা থেকে পরিশ্রমী, একই সঙ্গে উদার মানসিকতা সম্পন্ন ৷ লক্ষ্যপূরণের জন্য যে কোনও ধরনের পরিশ্রম করতে পারেন এই ধরনের মহিলারা ৷ পরিশ্রমের ফলেই পরিবারের মুখ উজ্জ্বল করেন ৷ ৩ মূলাঙ্কের কন্যা সন্তানেরা স্বামীর ভাল ভাগ্যের নির্মাণ করেন ৷

advertisement

আরও পড়ুন: বুধের রাশি পরিবর্তনে তুলকালাম! চাকরি থেকে ব্যবসায় ব্যাপক প্রভাব, খারাপ সময় মাথার উপরে বনবন করে ঘুরছে

জীবনে কঠিন সময় অত্যন্ত কম আসে ৷ খারাপ সময় এলেও অতি সহজেই বুদ্ধির মাধ্যমে কঠিন পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব ৷ এই মেয়েদের উপরে মা লক্ষ্মীর কৃপা বৃষ্টি হয় ৷ ৩ মূলাঙ্কের মেয়েরা প্রফেশন্যাল কেরিয়ারে অত্যন্ত সজাগ থাকেন ৷ যে কোনও মানুষের সাহায্যের জন্য এগিয়ে আসে ৷ কারোর সামনে ঝুঁকতে চাননা ৷

advertisement

আরও পড়ুন: Grah Dosh Nivaran: গ্রহদোষ জীবনকে তোলপাড় করে, ম্যাজিকের মত কাটবে বিভিন্ন সমস্যা! সূর্য-শনি-শুক্রর অশান্ত রূপ শান্ত করে

অত্যন্ত বুদ্ধিমান হয়ে থাকেন ৷ মানসিক ভাবে অত্যন্ত শক্তিশালী হয়ে থাকেন ৷ স্বপ্নপূরণ করতে বিশেষ ভাবেই সাফল হন ৷ জীবনের প্রতিটি বাঁকেই ভাগ্যের সঙ্গ পান ৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা কোনও প্রকারের বাধ্য বা অনুরোধ করেনা ৷ তাই ব্যবহারিক প্রয়োগের আগে অবশ্যই বিচার বুদ্ধি দিয়ে আলোচনা করুন ৷ প্রতীকী ছবি ৷

advertisement

বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Lucky Girl For Father: বাবার ভাগ্য গড়ে দেয় এই বৈশিষ্ট্য সম্পন্ন মেয়েরা, সমাজে পরিবারের মাথা উঁচু করে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল