পঞ্জিকা অনুসারে, রাহু মেষ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করতে চলেছেন আগামী ৩০ অক্টোবর, ২০২৩ তারিখে, দুপুর ১টা বেজে ৩৩ মিনিটে। এই গ্রহের পরিবর্তনের বেশ কয়েকটি রাশির জাতক-জাতিকারা সম্পদ এবং সম্মানের অধিকারী হবেন।
আরও পড়ুন- Optical Illusion: গাধার পালে লুকিয়ে প্রদীপের দৈত্য! ১১ সেকেন্ডে খুঁজে বের করাই চ্যালেঞ্জ
advertisement
মেষ রাশি:
রাহুর সান্নিধ্যে এই রাশির জাতক-জাতিকারা আর্থিক ভাবে লাভবান হবেন। রাহুর গোচরের সময় জাতক-জাতিকারা আর্থিক ভাবে লাভবান হবেন, তাঁদের আকস্মিক অর্থ লাভেরও সম্ভাবনা তৈরি হতে পারে। ব্যবসা ও কর্মজীবনেও তাঁরা বিশেষ সফল হবেন।
কর্কট রাশি:
রাহুর প্রভাবে কর্কট রাশির জাতক-জাতিকারা ব্যবসায় দারুণ সাফল্য পেতে চলেছেন। জাতক-জাতিকাদের ব্যবসাতেও আয়ের অঙ্ক বৃদ্ধি পাবে। যাঁরা এতদিন বাড়ি ও যানবাহন কেনার পরিকল্পনা করছিলেন, তাঁরা এই সময় তা কিনতে পারেন। এছাড়াও এই শুভ সময়ে যে কোনও আটকে থাকা কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।
কুম্ভ রাশি:
এই রাশিতে রাহু পূর্বের অবস্থান থেকে দ্বিতীয় ঘরে প্রবেশ করতে চলেছেন, এই ঘরকে সম্পদ ও বাণীর ঘর বলা হয়। এতে জাতক-জাতিকাদের সম্মান ও মর্যাদা বাড়বে। পুরনো বিনিয়োগে লাভ হবে। ধার দেওয়া টাকাও এই সময় ফেরত পাওয়া যেতে পারে।
আরও পড়ুন-বছরের শেষ সূর্য গোচরে ঝলমলিয়ে উঠবে ভাগ্য, মিলবে প্রত্যাশারও অধিক ফল, জেনে নিন কীভাবে
মিথুন রাশি:
রাহুর প্রভাবে এই রাশির জাতক জাতিকারা আকস্মিক অর্থ লাভ করতে পারেন। সমাজে তাঁদের মান-সম্মান ও প্রতিপত্তি বাড়তে চলেছে। জাতক-জাতিকাদের চাকরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রেও তাঁদের পদমর্যাদা বৃদ্ধি পাবে।
মীন রাশি:
রাহুর রাশিগত অবস্থান পরিবর্তনের কারণে মীন রাশির জাতক-জাতিকারা আর্থিক ভাবে লাভবান হতে চলেছেন। যাঁরা বিনিয়োগের পরিকল্পনা করছিলেন তাঁদের জন্য এই সময়টি সেরা। যাঁরা এর পূর্বে কাউকে টাকা ধার দিয়েছিলেন, তাঁরা সেই টাকাও ফেরত পেতে পারেন। এছাড়াও জাতক-জাতিকারা রাহুর অবস্থান পরিবর্তনে কর্মজীবনে দারুণ সাফল্য পেতে চলেছেন।
Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷