মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। যদিও এঁদের প্রথম দেখায় শান্ত ও ঠাণ্ডা মেজাজের মনে হয় তবে চ্যালেঞ্জের মুখোমুখি এলে বা লক্ষ্য স্থির করলে এঁরা কিন্তু সাংঘাতিক হয়ে ওঠে।
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। বাইরে থেকে বৃষরা খুব বাস্তবিক ও খুঁতখুঁতে স্বভাবের মনে হলেও ভেতরে ভেতরে এঁরা অত্যন্ত বিনয়ী এবং লাজুক হন।
advertisement
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। এঁরা একটু বালখিল্য স্বভাবের হয়ে থাকেন। খুব দ্রুত নিজের মন পরিবর্তন করেন এবং বেশ খোলামেলা ভাবে মিশতে পারেন।
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। কর্কট রাশির মানুষেরা সাধারণত স্পর্শকাতর স্বভাবের কিন্তু ভেতরে এঁরা যথেষ্ট সাবধানী এবং সংযত।
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২। এঁরা মূলত নেতৃত্ব দিতে পারদর্শী হন। তবে অন্যদের কাছে সিংহ জাতকরা অহঙ্কারী, স্বার্থপর স্বভাবের বলে পরিচিতি পান।
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। অন্যদের কাছে কন্যা জাতক-জাতিকারা সিরিয়াস এবং আত্মমগ্ন প্রকৃতির মনে হলেও এঁরা কিন্তু আনন্দ করতেও জানেন।
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। এঁরা এতটাই স্পর্শকাতর স্বভাবের হন যে অন্যের সমালোচনা নিয়ে চিন্তিত থাকেন।
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। বৃশ্চিকদের বাইরে থেকে নিরাপদ, দয়ালু স্বভাবের মনে হলেও আসলে এঁরা খুবই সাবধানী, সংযত এবং সহজেই মানুষকে চালনা করতে সক্ষম।
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। অনেক সময়ই এঁদের জেদি স্বভাবের কারণে অন্যদের কাছে এঁরা বিরক্তিকর হয়ে দাঁড়ান। তবে এই জেদি স্বভাব কিন্তু এঁদের চরিত্রের অন্যতম গুণও বটে।
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। নিজের দায়িত্ব পালনে বদ্ধপরিকর বলে অনেকেই এঁদের জেদি ভাবেন। আসলে কিন্তু এঁরা সংযত এবং কাছের মানুষের দায়িত্ব নিতে জানেন।
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। বাইরে থেকে এঁদের প্রচন্ড সিরিয়াস মনে হয়। তবে কুম্ভরাও ভেতরে ভেতরে যথেষ্ট সমব্যথী স্বভাবের হন।
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। মীনদের বাইরে থেকে আত্মভোলা স্বভাবের মনে হলেও এঁরা সকলের অজান্তে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যান।