মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।
জীবনে সুনিবিড় গুরুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হতে পারে।
লাকি সাইন – কাঁসার পাত্র
শুভ রঙ – হলুদ
শুভ সংখ্যা – ২৫
বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০।
নিজের স্বাস্থ্যের প্রতি এবার নজর দিতে হবে।
লাকি সাইন – টায়রা
শুভ রঙ – রুপোলি
advertisement
শুভ সংখ্যা – ৫২
মিথুন: মে ২১ থেকে জুন ২০।
প্রেমে পড়ার একাধিক সুযোগ এবার মিলতে চলেছে।
লাকি সাইন – বাঁধাছাঁদা জিনিসপত্র
শুভ রঙ – পার্পল
শুভ সংখ্যা – ১১
কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।
প্রতিযোিতা থাকলেও কর্মক্ষেত্রে সাফল্য করায়ত্ত হবে।
লাকি সাইন – মৌমাছি
শুভ রঙ – চারকোল গ্রে
শুভ সংখ্যা – ১৩
সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।
পরিবারের সঙ্গে শান্তিপূর্ণ সময় কাটবে।
লাকি সাইন – ব্লক কালার কার্টেন
শুভ রঙ – বেইজ
শুভ সংখ্যা – ২৩
কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।
কর্মক্ষেত্রে পরিবেশ উত্তপ্ত হয়ে উঠতে পারে।
লাকি সাইন – ধূসর রঙের পাখি
শুভ রঙ – সাদা
শুভ সংখ্যা – ১২
তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।
মন ভাল রাখার দিকে এবার জোর দিতে হবে।
লাকি সাইন – হিরের আংটি
শুভ রঙ – পিঙ্ক
শুভ সংখ্যা – ৬
বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।
বিশেষ কারও সঙ্গে রোমাঞ্চময় দিন কাটবে।
লাকি সাইন – সবুজে ভরা বাগান
শুভ রঙ – সবুজ
শুভ সংখ্যা – ৪৪
ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।
সর্বত্র প্রশংসা মিলবে, সব কাজ অনায়াসে শেষ হবে।
লাকি সাইন – মেটাল ব্রুচ
শুভ রঙ – সোনালি
শুভ সংখ্যা – ৭
মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।
চেনা ছকের বাইরে ভাবলে কর্মক্ষেত্রে সাফল্য মিলবে।
লাকি সাইন – বড় হ্যান্ডব্যাগ
শুভ রঙ – অরেঞ্জ
শুভ সংখ্যা – ৮০
কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।
পারস্পরিক বিশ্বাস ধরে রাখাই দিনটির চ্যালেঞ্জ।
লাকি সাইন – প্রদর্শিত কোনও ছবি
শুভ রঙ – নীল
শুভ সংখ্যা – ১০
মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।
পরিস্থিতি যাই হোক, ভেঙে পড়লে চলবে না।
লাকি সাইন – বেতের ঝুড়ি
শুভ রঙ – ট্যান
শুভ সংখ্যা – ১৮
পূজা চন্দ্র বিষয়ে কিছু তথ্য:
পূজা চন্দ্র পেশায় একজন হলিস্টিক হিলিং প্র্যাকটিশনার। এরই পাশাপাশি পূজা রেইকি গ্র্যান্ডমাস্টার এবং অন্যান্য হিলিং সার্টিফায়েড মোড নিয়ে গবেষণা করেছেন। টেরোট কার্ড পড়ার পাশাপাশি থেটা, বুদ্ধিস্ট, চক্র এবং পেট হিলিং থেরাপির মতো একাধিক বিষয়ে দক্ষ পূজা চন্দ্র হিলিং এবং এর বিকল্প থেরাপি বিষয়ে সিদ্ধহস্ত।
বিগত ত্রিশ বছরের অভিজ্ঞতা এবং অনুশীলনে হিলিং থেরাপি নিয়ে পূজা এক একটি অসাধারণ কৌশল বা উপায় আবিষ্কার করেছেন।
শৈশব থেকেই একাধিক আধ্যাত্মিক বিষয়ে নিযুক্ত থেকে নিজের মনস্তাত্ত্বিক ক্ষমতাকে তিনি অসাধারণ স্তরে বিকশিত করতে সক্ষম হয়েছেন। দীর্ঘ জীবনের পরিচর্যায় পূজা একজন সহানুভূতিশীল কিশোরী থেকে উন্নত মানের হিলিং থেরাপিস্ট হিসেবে নিজেকে গড়ে তুলেছেন।
আরও পড়ুন- ব্রেন স্ট্রোকে আক্রান্ত, অবস্থা খুবই সঙ্কটজনক! হাসপাতালে ভর্তি উস্তাদ রশিদ খান
আরও পড়ুন- পরিবারে এসেছে ছোট্ট অতিথি! ২০২৩-এ বাবা-মা হলেন কোন তারকারা, দেখে নিন এবছরের তালিকা
পূজা মূলত এমন মানুষদের সঙ্গে কাজ করেন যাঁরা বিভিন্ন ধরনের মানসিক বা শারীরিক উদ্বেগজনিত সমস্যায় ভোগেন। নিজের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতায় পূজা খুব সহজেই তাঁদের সাইকোলজিক্যাল সিস্টেম এবং সমস্যার জায়গাগুলি অনুধাবন করতে পারেন।
একজন অভিজ্ঞ হিলিং থেরাপিস্ট হিসাবে পূজা বিশ্ব জুড়ে যে কোনও জায়গায় ব্যক্তিগতভাবে এবং দূরত্বে থাকা মানুষদেরও কার্যকর হিলিং সেশন অফার করেন৷ যাঁরা পূজার সঙ্গে যোগাযোগে আগ্রহী তাঁরা তাঁর ওয়েবসাইটে www.citaaraa.com থেরাপি সংক্রান্ত যাবতীয় তথ্য পেয়ে যাবেন। ওই ওয়েবসাইটে থেরাপির বর্ণনার পাশাপাশি যাঁরা হিলিং থেরাপির সাহায্য নিয়ে সুস্থ হয়েছেন এমন মানুষরাও তাঁদের অভিজ্ঞতা বর্ণনা করেছেন।
তবে কেবলমাত্র হিলিং থেরাপিস্টই নন, পূজা চন্দ্র সেই সঙ্গে একজন দক্ষ লেখক, কবি এবং একজন ব্লগারও। তিনি প্রধানত তাঁর নিবন্ধ এবং প্রকাশিত ব্লগের মাধ্যমে নিজের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা শেয়ার করতে পছন্দ করেন যা জীবন সম্পর্কে আমাদের নতুন কিছু শেখায়।