TRENDING:

Numerology: পরস্পরের জীবনে পরিপূরক হলেও দাম্পত্য সুখ অধরাই থেকে যায় এই দুই সংখ্যার

Last Updated:

দেখে নিন, সংখ্যাতত্ত্ব মতে যাঁদের সংখ্যা ৫, তাঁদের জন্য কোন সংখ্যা সঙ্গী/সঙ্গিনী রূপে আদর্শ হতে পারে বা পারে না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জীবনের পথে মনের মানুষ চেনা দায়? কাজে আসুক সংখ্যাতত্ত্ব, সংখ্যাই বুঝিয়ে দেবে ঠিক কেমন সঙ্গী অথবা সঙ্গিনী হয়ে উঠতে পারেন জীবনের সকল ভালোবাসার আশ্রয়।
advertisement

ব্যাপারটা অনেকটা রাশি মিলিয়ে জোটক খোঁজার মতোই। তফাতের মধ্যে এখানে কাজ করবে জন্মতারিখ। দেখে নেওয়া যাক, সংখ্যাতত্ত্ব মতে যাঁদের সংখ্যা ৫, তাঁদের জন্য কোন সংখ্যা সঙ্গী/সঙ্গিনী রূপে আদর্শ হতে পারে বা পারে না।

এই জায়গায় এসে একটা কথা বলে রাখা উচিত। জন্মতারিখ অনুযায়ী হিসেব-নিকেশ করে সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে ভাগ্যগণনা করা হয়ে থাকে। যেমন ধরে নেওয়া যাক, কারও জন্মতারিখ ১১। এক্ষেত্রে তাঁর জন্মগত সংখ্যা হবে ১+১= ২। ফলে তাঁকে সংখ্যাতত্ত্বের #২-এর গণনা দেখতে হবে। অর্থাৎ নিজের জন্মতারিখের যোগফল হিসেব করে সংখ্যাতত্ত্বের গণনা করা হয়।

advertisement

এই হিসেবে সংখ্যা ৫ রূপে গণ্য হবেন কারা? যাঁদের জন্ম ৫, ১৪ এবং ২৩ তারিখে। এই সংখ্যার অধিপতি গ্রহ রাহু। আর একারণেই সংখ্যা ৮-এর জাতক-জাতিকারা, যাঁদের জন্ম ৮, ১৭ এবং ২৬ তারিখে, তাঁরা সঙ্গে সংখ্যা ৫-এর জন্য পরিপূরক হিসেবে জীবনযাপন করতে পারে। কেন?

  • সংখ্যা ৮ হল ন্যায় বিচারের প্রতীক। ফলে এদের জীবনে পরিশ্রম আর ব্যস্ততা থাকে সব সময়। এরা খাঁটি, একই সঙ্গে উদার। কিন্তু এদের জীবনে নিরবচ্ছিন্ন সাফল্যের পথে অনেক বাধা আসে।
  • advertisement

  • তাই সংখ্যা ৫ এদের জীবনে পরিপূরক হয়ে আসতে পারে। এরা পরস্পরের সহযোগিতা কামনা করে।
  • সংখ্যা ৮ স্বপ্রতিভ ভাবে কাজ করতে পারে না, অন্যদিক সংখ্যা ৫-এর সেখানেই কৃতিত্ব।
  • আবার জ্ঞান এবং ক্ষমতার প্রয়োজনীয়তা, সেখানে সংখ্যা ৫-কে সাহায্য করে ৮।
  • ব্যবসায়িক ক্ষেত্রে এই জুটি অনবদ্য সাফল্য লাভ করতে পারে।
  • কর্পোরেট ক্ষেত্রে কর্মীরাও দারুন উন্নতি করতে পারে।
  • advertisement

  • ক্রীড়া, সম্পত্তি, বৈদ্যুতীন সর্জাম, পাবলিক ইভেন্ট, স্পনসরশিপ ইত্যাদি ক্ষেত্রে এরা সফল।

শুভ রং: টিল

শুভ দিন: বুধ

শুভ সংখ্যা: ৫

দান: দয়া করে ভিক্ষুককে পাদুকা দান করুন।

আবার সংখ্যা ৯, যাঁদের জন্ম ৯, ১৮ এবং ২৭ তারিখে, তারাও সংখ্যা ৫-এর সঙ্গে থাকলে উন্নতি করতে পারে, কারণ-

  • সংখ্যা ৯ হল খ্যাতি ও জনপ্রিয়তার সংখ্যা। সেক্ষেত্রে সংখ্যা ৫ তাদের এই লক্ষ্য পূরণে অনুপ্রাণিত করতে পারে।
  • advertisement

  • তবে এদের মধ্যে সম্পর্ক তৈরি হলেও তা খুব আবেগজড়িত হয় না। তার কারণ খুব সহজ। এই সম্পর্ক টিকে থাকার পিছনে থাকে পারস্পরিক স্বার্থ।
  • এরা দু’জনেই চেষ্টা করে অন্যজনের চাহিদাকে গুরুত্বহীন করে দিতে চায়। ফলে উভয়ের আধিপত্যকামী হয়ে ওঠে।
  • ব্যবসায়িক ক্ষেত্রে সংখ্যা ৫ ও ৯ এরা সফল।
  • কিন্তু ব্যক্তিগত ক্ষেত্রে এই সম্পর্ক তৈরি করার আগে দু’বার ভাবা উচিত।
  • ফিনান্স, মার্কেটিং, গহনা, শেয়ার বাজার, সম্পত্তি ব্যবসায় এরা ভাল লাভ করতে পারে।

শুভ রং: সবুজ ও বাদামি

শুভ দিন: বুধ ও মঙ্গলবার

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

দান: দয়া করে আশ্রমে বাদামি চাল দান করুন

Click here to add News18 as your preferred news source on Google.
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Numerology: পরস্পরের জীবনে পরিপূরক হলেও দাম্পত্য সুখ অধরাই থেকে যায় এই দুই সংখ্যার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল