দেখে নেওয়া যাক মাস্টার নম্বর ১১ হলে জাতক জাতিকার স্বভাব, জীবন বা ভাগ্য কেমন হতে পারে—
যদি কোনও ব্যক্তির জন্মদিন ১১ তারিখ হয়, অর্থাৎ যে কোনো মাসের ১১ তারিখে যদি সেই ব্যক্তি জন্মগ্রহণ করেন তাহলে তাঁর মাস্টার নম্বর ১১ ধরা হয়ে থাকে।
আরও পড়ুন: আপনার বাচ্চা কি খালি নাক খোঁটে? এই অভ্যের যত তাড়াতাড়ি হয় ছাড়ান, উপায় রইল
advertisement
- এই মাস্টার নম্বর নিয়ে জন্মানো ব্যক্তিরা আদর্শবাদী হয়ে থাকেন। জীবন নিয়ে স্বপ্ন দেখতেই ভালবাসেন এঁরা।
- নানা ধরনের পরিকল্পনা করে স্বপ্ন দেখতেই এঁদের সময় চলে যায়। সে সব পরিকল্পনা বাস্তবায়নের পথে কমই হাঁটেন।
- তবে এঁরা যথেষ্ট ক্ষমতাধর। সামান্য উৎসাহ পেলেই যে কোনও কাজ করে ফেলতে পারেন। তবে এঁদের বেশির ভাগ পরিকল্পনাতেই বাস্তববাদের ছোঁয়া থাকে না। ফলে যেকোনও পদক্ষেপ করার আগেই তা ভালভাবে বিবেচনা করে নেওয়া প্রয়োজন।
advertisement
আরও পড়ুন: পড়তে বসলেই রাজ্যের ঘুম পায়? এর বৈজ্ঞানিক কারণ জানলে চমকে যাবেন!
- এঁরা খুবই নরম মনের এবং যত্নশীল হয়ে থাকেন।
- এঁদের মধ্যে কল্পনাপ্রবণতা, সংবেদশীলতা, আবেগ প্রবণতার সঙ্গে খানিকটা আলস্যও কাজ করে। বলা ভাল এই আলস্য এঁদের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ।
- তবে এঁদের মধ্যে নেতৃত্বদানের ক্ষমতাও থাকে।
- যুক্তির থেকে আবেগের গুরুত্ব এঁদের কাছে বেশি।
- নিজের গণ্ডী ভেঙে এমন কোনও লক্ষ্যের দিকে এঁরা তাকাতেই চায় না যাতে ভয় উদ্রেক হতে পারে।
- ব্যক্তিগত উন্নতির কারণেও এঁরা ততটুকুই করতে রাজি যতটা এঁদের সজ্ঞাত বোধ করতে বলে।
advertisement
advertisement
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 16, 2023 7:42 AM IST
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Numerology Suggestions: আপনার জন্মদিন ১১ তারিখ? আবেগপ্রবণতার সঙ্গে এই দোষটিও আপনার পিছু ছাড়বে না! জানুন