আরও পড়ুনঃ রাশিফল ৫ জুলাই; দেখে নিন কেমন যাবে আজকের দিন
সংখ্যা ২-এর (যাঁদের জন্ম ২, ১১, ২০ এবং ২৯ তারিখে) সঙ্গে সংখ্যা ৯-এর (যাঁদের জন্ম ৯, ১৮, এবং ২৭ তারিখে) জাতক-জাতিকার প্রেম সম্পর্ক কেমন হতে পারে, দেখে নেওয়া যাক সংখ্যা তত্ত্ব কী বলে—
সংখ্যাতত্ত্ব অনুযায়ী সংখ্যা ৯ –এর মধ্যে স্বকীয় ভাবে নেতৃত্বদানের ক্ষমতা থাকে। অন্যদিকে সংখ্যা ২-এর জাতক-জাতিকারা খানিকটা অনুগত স্বভাবের হয়ে থাকে। ফলে এক নজরেই মনে হতে পারে সংখ্যা ৯ এবং সংখ্যা ২-এর মধ্যে একটা আদর্শ সম্পর্ক তৈরি হওয়া মতো সমস্ত গুণাগুণ রয়েছে। কিন্তু এইটুকুই সব নয়।
advertisement
আসলে সত্যিই এই দুই সংখ্যার মধ্যে বেশ কিছু মিলও রয়েছে। যেমন এঁরা উভয়েই খুব দয়ালু, খুব ভাল ভাবে সকলের সঙ্গে মিশতে পারেন, চাহিদাও স্বল্পষ এঁরা সব সময় বন্ধুত্বপূর্ণ পরিবেশে থাকতে ভালবাসেন, সকলকে সাদরে গ্রহণ করতে পারেন। পাশাপাশি এঁদের মধ্যে একটা সমাজসেবার বাসনা থাকে, যা তাঁদের মানসিক শান্তি দেয়। এঁরা ইতিবাচক মনোভাব পোষণ করেন, যেকোনও হতাশা থেকে ঘুরে দাঁড়ানোর মতো শক্তি রাখেন। ফলে পরস্পরের জন্য এঁরা খুবই উষ্ণ সম্পর্ক তৈরি করতে পারেন।
সংখ্যা ২ সব সময়ই তাঁদের সম্পর্ক, পারিবারিক দায়িত্ব, আত্মীয়, বন্ধুদের নিয়ে গর্ব অনুভব করেন। এঁরা সব সময় উৎসাহ নিয়ে চলেন, সেই উৎসাহ বন্ধুদের মধ্যেও ছড়িয়ে দেন। সম্পর্কের ক্ষেত্রে এঁরা খুবই স্বচ্ছ এবং আবেগপ্রবণ।
অন্যদিকে সংখ্যা ৯-এর জাতক-জাতিকারা একটু জটিল স্বভাবের হয়ে থাকেন। বাইরে থেকে এঁদের আন্তরিক অনুভূতিকে স্পর্শ করা প্রায় অসম্ভব। অনেক সময়ই এঁরা দ্বন্দ্বের কারণে পিছিয়ে পড়েন।
কিন্তু সব থেকে ভাল বিষয় হল, সংখ্যা ২ যদি সম্পর্ক নিয়ে মন খারাপ করে, তবে পরিস্থিতি শান্ত করার মতো ক্ষমতা সংখ্যা ৯-এর থাকে। এঁরা পরস্পরকে একটা শান্ত সমর্থন দিয়ে যেতে পারেন সব সময়। পরস্পরকে খুশি করতে হলে ঠিক কী করতে হবে এঁরা দু’জনেই জানেন খুব ভাল। অনেক সময়ই এঁরা সরাসরি নিজেদের মনের কথা বলে ফেলেন। সেটাই সম্পর্কের ভিত্তি।
প্রয়োজনের সময় এঁরা পরস্পরের জন্য মানসিক শুশ্রূষা করতেও পারেন সফল ভাবে।
যাঁরা বিবাহের কথা ভাবছেন, তাঁরা এগিয়ে যেতে পারেন। তবে সফল সম্পর্কের জন্য বিবাহিত দম্পতিদের অবশ্যই যাবতীয় দ্বন্দ্ব ভুলে যাওয়া প্রয়োজন।