তাই জন্মদিন খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যাঁদের জন্ম ১৬ তারিখে তাঁদের সম্পর্কে কী জানাচ্ছে সংখ্যাতত্ত্ব, দেখে নেওয়া যাক—
সাধারণ যে সব জাতক-জাতিকার জন্ম কোনও মাসের ১৬ তারিখে তাঁদের নিজেদের প্রেম জীবন নিয়ে একটু সতর্ক থাকা দরকার।
এঁদের মধ্যে এমন অনেক গুণ দেখা যায় যা তাঁদের জীবনে উন্নতির পথে সহায়ক হয়। যেমন এঁরা সব সময় সক্রিয় থাকতে পছন্দ করেন। যেকোনও সমস্যা সমাধানের ক্ষেত্রে এঁরা সব সময় বেছে নেন কিছু মৌলিক কৌশল। আর তার পিছনে থাকে তাঁদের দীর্ঘদিনের গবেষণা। বস্তুত এই দিনের জাতক বা জাতিকা যেকোনও বিষয় খুব সহজে শিখে নিতে পারেন, সেই আগ্রহও তাঁদের মধ্যে খুব বেশি মাত্রায় থাকে। এঁরা বহুমুখী প্রতিভার অধিকারী হয়ে থাকেন। প্রচুর জ্ঞানও থাকে। তবে এঁরা অন্যের প্রতিও ভীষণ সহানুভূতিশীল। যদিও যেকোনও সিদ্ধান্ত নেওয়ার সময় এঁরা যথেষ্ট কঠোর মনোভাব দেখাতে পারেন।
advertisement
এঁদের অসামান্য বাকশক্তি সকলকে আকৃষ্ট করে। তাই খুব সহজেই এঁরা নেতা হয়ে উঠতে পারেন। আর সেখানে তাঁদের মূল চালিকা শক্তি হয়ে দাঁড়ায় তাঁদের আদর্শবাদ। অন্যকে প্ররোচিত করার অসামান্য ক্ষমতা থাকে এঁদের মধ্যে। সেই সঙ্গে অর্থনৈতিকও বিষয়ে দারুন সিদ্ধান্ত নিতে পারেন এঁরা।
তবে ব্যক্তিগত ও প্রেম জীবনে এঁরা তেমন সফল হতে পারেন না। কারণ এঁরা অল্পেই বেশি ভেবে ফেলেন। এঁদের মধ্যে অধিকারবোধও প্রবল মাত্রায় থাকে যা সম্পর্কের ক্ষতি করে। তাছাড়া, এঁরা কোনও ছকে বাঁধা কৌশলে কাজ করতে পারেন না। কোনও জায়গাতেই স্থির হয়ে বসতে পারেন না।
উপযুক্ত পেশা—
সফটওয়্যার শিল্প, দালালির ব্যবসা, ভ্রমণ, ওষুধ, গহনা, বিদেশি পণ্যের ব্যবসায় এঁরা সফল হন।
এছাড়া, ফোটোগ্রাফি, ডিজাইনিং, সিনেমা, মিডিয়া প্রভৃতি ক্ষেত্রেও এঁরা সফল হতে পারে। আবার বিমানচালক, সেনা ও বিমানবাহিনীর চাকরি, আইন ইত্যাদি ক্ষেত্রেও স্বাক্ষর রাখতে পারেন।
শুভ রঙ: হলুদ ও সবুজ
শুভ দিন: সোমবার
শুভ সংখ্যা: ৫ ও ৬
প্রতিকার—
১. নিজের দর্শন তৈরি করে, তা মেনে চলার চেষ্টা করুন।
২. রোজের খাবারে মৌরি রাখার চেষ্টা করুন।
