TRENDING:

Nag panchami: নাগ পঞ্চমীর দিন ভুলেও এই কাজ করবেন না, ৭ প্রজন্ম শাপগ্রস্ত হবে, ধ্বংস হয়ে যাবে পরিবার

Last Updated:

নাগ পঞ্চমীর দিন এই কাজগুলি কখনওই করবেন না (নাগ পঞ্চমীর নিয়ম): হিন্দু ধর্মে সাপকে দেবতা হিসাবে বিবেচনা করা হয়। যদিও কখনওই সাপের ক্ষতি করা উচিত নয়, তবে বিশেষ করে নাগ পঞ্চমীর দিনে সাপকে কখনও আঘাত করবেন না। এতে  বংশ পরম্পরায় আগামী সাত প্রজন্মের জন্য শাপগ্রস্ত হয়ে যাবেন। রয়েছে আরও নিয়ম৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নাগ পঞ্চমী 2023: আগামী ২১ অগাস্ট পালিত হতে চলেছে নাগ পঞ্চমীর উৎসব৷ এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ কথিত আছে, নাগ পঞ্চমীতে কয়েকটি জিনিস করা কখনওই উচিত নয়৷ এতে ৭ প্রজন্ম পর্যন্ত ক্ষতিগ্রস্ত হতে পারে৷ থেমে যেতে পারে সংসারের শ্রীবৃদ্ধি৷
advertisement

নাগ পঞ্চমীর দিন এই কাজগুলি কখনওই করবেন না (নাগ পঞ্চমীর নিয়ম): হিন্দু ধর্মে সাপকে দেবতা হিসাবে বিবেচনা করা হয়। যদিও কখনওই সাপের ক্ষতি করা উচিত নয়, তবে বিশেষ করে নাগ পঞ্চমীর দিনে সাপকে কখনও আঘাত করবেন না। এতে  বংশ পরম্পরায় আগামী সাত প্রজন্মের জন্য শাপগ্রস্ত হয়ে যাবেন। রয়েছে আরও নিয়ম৷

advertisement

বংশধরদের ক্ষতি হয়: এই দিনে কোনও কাজের জন্য জমি খনন করবেন না অর্থাৎ, মাটি খুঁড়বেন না। এতে মাটিতে সাপের গর্ত বা বাসা ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে। কথিত আছে, সাপ ক্ষতিগ্রস্ত হলে পরিবার ধ্বংস হয়ে যায়। যে পরিবারের সদস্য এই কাজ করে, সেই সংসারের শিশুরা কখনও জীবনে সুখ পায় না।

advertisement

পূজায় এই ভুল করবেন না: এই দিনে জীবন্ত সাপকে দুধ খাওয়াবেন না। দুধ সাপের জন্য বিষের মতো হতে পারে, তাই শুধুমাত্র তাদের প্রতিমায় দুধ নিবেদন করুন।

advertisement

ধারাল বস্তু দিয়ে কাজ করবেন না: নাগপঞ্চমীর দিন ছুরি, সূঁচের মতো ধারাল বস্তু ব্যবহার করা অশুভ বলে মনে করা হয়। এদিন সেলাই, সূচিকর্ম করা হয় না।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তাওয়া বা লোহার চাটু ব্যবহার করা হয় না: নাগ পঞ্চমীর দিন লোহার কড়াই ও পাত্রে খাবার রান্না করবেন না। এই দিন তাওয়া কে বিশ্রাম দিন৷ (disclaimer: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং প্রচলিত তথ্যের উপর ভিত্তি করে লেখা হযেছে। নিউজ 18 বাংলা এই তথ্যের স্বীকৃতি দেয় না, তথ্য নিশ্চিত করে না। কোনও তথ্য বা বিশ্বাস বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Nag panchami: নাগ পঞ্চমীর দিন ভুলেও এই কাজ করবেন না, ৭ প্রজন্ম শাপগ্রস্ত হবে, ধ্বংস হয়ে যাবে পরিবার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল