মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।
পদমর্যাদা বৃদ্ধি এবং সেই সূত্রে আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে।
প্রতিকার – অনুগ্রহ করে গুরুজনের আশীর্বাদ গ্রহণ করুন।
বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০।
কাজ সার্থক হবে, আর্থিক বিষয়ে সাফল্য অর্জন হবে সহজেই।
প্রতিকার – অনুগ্রহ করে গোমাতাকে সবুজ ঘাস নিবেদন করুন।
advertisement
মিথুন: মে ২১ থেকে জুন ২০।
অর্থ ব্যয় হলেও তা ভবিষ্যতের ভিত সুদৃঢ় করে তুলবে।
প্রতিকার – অনুগ্রহ করে দেবী লক্ষ্মীর আরাধনা করুন।
কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।
বহু প্রতীক্ষিত আর্থিক কোনও বিষয় এবার পক্ষে আসবে।
প্রতিকার – অনুগ্রহ করে কলা গাছের আরাধনা করুন।
সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।
অংশীদারিত্ব এখন আর্থিক লাভের মুখ দেখাবে।
প্রতিকার – অনুগ্রহ করে গুরুজনের আশীর্বাদ গ্রহণ করুন।
কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।
পরিস্থিতি থাকবে অনুকূলে, আর্থিক বিষয়ে সব কিছু পরিকল্পনা মতো চলবে।
প্রতিকার – অনুগ্রহ করে শ্রীগণেশকে লাড্ডু নিবেদন করুন।
তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।
কর্মক্ষেত্রে সমস্যা বৃদ্ধি, সেই সূত্রে আর্থিক বিষয় প্রতিকূলে যেতে পারে।
প্রতিকার – অনুগ্রহ করে শিব চালিসা পাঠ করুন।
বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।
আর্থিক বিষয়ে দিনটি লাভজনক সাব্যস্ত হতে চলেছে।
প্রতিকার – অনুগ্রহ করে হলুদ ফল দান করুন।
ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।
বিনিয়োগের পূর্বে অভিজ্ঞদের পরামর্শ গ্রহণ একান্ত কাম্য।
প্রতিকার – অনুগ্রহ করে লক্ষ্মী-নারায়ণের আরাধনা করুন।
মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।
অন্যদের সহযোগিতার মানসিকতা অর্থ লাভের সহায়ক হবে।
প্রতিকার – অনুগ্রহ করে বিষ্ণু চালিসা পাঠ করুন।
কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।
ভাগ্য প্রসন্ন, আর্থিক বিষয়ে অনায়াসে লাভ হবে।
প্রতিকার – অনুগ্রহ করে দেবী সরস্বতীর আরাধনা করুন।
মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।
কাজের জায়গা বদলাতে চাইলে দিনটি উন্নতির সহায়ক হবে।
প্রতিকার – অনুগ্রহ করে কলা ভক্ষণ করবেন না।