মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।
কর্মক্ষেত্রে নতুন সুযোগ, সেই সূত্রে উপার্জনবৃদ্ধির ইঙ্গিত।
প্রতিকার – অনুগ্রহ করে পিঁপড়েদের ময়দা খাওয়ান।
বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০।
কিছু সমস্যা হলেও আর্থিক দিকে ভারসাম্য বজায় থাকবে।
প্রতিকার – অনুগ্রহ করে হলুদ বস্তু দান করুন।
মিথুন: মে ২১ থেকে জুন ২০।
advertisement
জনসংযোগের ক্ষমতাই এখন উপার্জনবৃদ্ধির সহায়ক হবে।
প্রতিকার – অনুগ্রহ করে শ্রীগণেশের আরাধনা করুন।
কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।
কর এবং ঋণ সংক্রান্ত বিষয়ে আর্থিক সমস্যার উদ্রেক হতে পারে।
প্রতিকার – অনুগ্রহ করে সূর্যদেবকে জলার্ঘ্য নিবেদন করুন।
সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।
আর্থিক দিকে এখনই নজর দিলে পস্তাতে হতে পারে।
প্রতিকার – অনুগ্রহ করে সূর্যদেবকে পুষ্পার্ঘ্য নিবেদন করুন।
কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।
আর্থিক সমৃদ্ধির সুযোগ এলেও গ্রহণের পূর্বে সতর্কতা বাঞ্ছনীয়।
প্রতিকার – অনুগ্রহ করে শ্রীগণেশকে লাড্ডু নিবেদন করুন।
তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।
বাজেট বুঝে খরচ করাই এখন বুদ্ধিমত্তার কাজ হবে।
প্রতিকার – অনুগ্রহ করে শ্রীবিষ্ণুর আরাধনা করুন।
বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।
আর্থিক লক্ষ্যপূরণের পথে কিছু বাধার সম্মুখীন হতে হবে।
প্রতিকার – অনুগ্রহ করে শ্বেত সামগ্রী দান করুন।
ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।
কাজের জায়গায় বিশেষ মনোযোগ প্রয়োজন, অন্যথায় আর্থিক ক্ষতির সম্ভাবনা।
প্রতিকার – অনুগ্রহ করে মাছেদের ময়দার ডেলা খাওয়ান।
মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।
আর্থিক প্রবৃদ্ধির ইঙ্গিত, উপার্জনের উৎসও সেই অনুযায়ী বৃদ্ধি পাবে।
প্রতিকার – অনুগ্রহ করে হলুদ বস্তু দান করুন।
কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।
আর্থিক সমস্যায় কর্তৃপক্ষের পরামর্শ কাজে আসবে।
প্রতিকার – অনুগ্রহ করে শিবলিঙ্গের জলাভিষেক করুন।
মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।
কঠিন পরিশ্রমই আপাতত আর্থিক সুবিধার দিকে নিয়ে যাবে।
প্রতিকার – অনুগ্রহ করে শ্রীকৃষ্ণের আরাধনা করুন।