TRENDING:

Money Mantra: ২ ডিসেম্বর মাসের শুরুতেই বাড়তি রোজগার হবে? নাকি খরচ হবে বেশি? যা বলছে জ্যোতিষশাস্ত্র

Last Updated:

জন্মদিন মিলিয়ে বেছে নিতে হবে নিজের রাশি এবং সেই অনুযায়ী আর্থিক পদক্ষেপ কাম্য; জানাচ্ছেন ভূমিকা কালাম!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আমাদের দেশের বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে যে আমাদের রাশিচক্রের ১২টি রাশি মানবজীবনের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিতে সক্ষম। প্রত্যেকটি রাশি তাদের প্রতিদিনের গ্রহের ভিন্ন ভিন্ন অবস্থানের কারণে জীবনে ভিন্ন ভিন্ন ঘটনার সম্মুখীন হয়ে থাকে। সেই কারণেই প্রতিটি রাশির জাতক-জাতিকাদের জীবনের বিভিন্ন দিক নিয়ে জ্যোতিষশাস্ত্র ভবিষ্যদ্বাণী করতে সক্ষম। এবারে দেখে নেওয়া যাক রাশিফল আমাদের অর্থভাগ্য নিয়ে কী কী গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে। জন্মদিন মিলিয়ে বেছে নিতে হবে নিজের রাশি এবং সেই অনুযায়ী আর্থিক পদক্ষেপ কাম্য; জানাচ্ছেন ভূমিকা কালাম!
advertisement

মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।

কর্মক্ষেত্রে নতুন সুযোগ, সেই সূত্রে উপার্জনবৃদ্ধির ইঙ্গিত।

প্রতিকার – অনুগ্রহ করে পিঁপড়েদের ময়দা খাওয়ান।

বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০।

কিছু সমস্যা হলেও আর্থিক দিকে ভারসাম্য বজায় থাকবে।

প্রতিকার – অনুগ্রহ করে হলুদ বস্তু দান করুন।

মিথুন: মে ২১ থেকে জুন ২০।

advertisement

জনসংযোগের ক্ষমতাই এখন উপার্জনবৃদ্ধির সহায়ক হবে।

প্রতিকার – অনুগ্রহ করে শ্রীগণেশের আরাধনা করুন।

কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।

কর এবং ঋণ সংক্রান্ত বিষয়ে আর্থিক সমস্যার উদ্রেক হতে পারে।

প্রতিকার – অনুগ্রহ করে সূর্যদেবকে জলার্ঘ্য নিবেদন করুন।

সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।

আর্থিক দিকে এখনই নজর দিলে পস্তাতে হতে পারে।

advertisement

প্রতিকার – অনুগ্রহ করে সূর্যদেবকে পুষ্পার্ঘ্য নিবেদন করুন।

কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।

আর্থিক সমৃদ্ধির সুযোগ এলেও গ্রহণের পূর্বে সতর্কতা বাঞ্ছনীয়।

প্রতিকার – অনুগ্রহ করে শ্রীগণেশকে লাড্ডু নিবেদন করুন।

তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।

বাজেট বুঝে খরচ করাই এখন বুদ্ধিমত্তার কাজ হবে।

প্রতিকার – অনুগ্রহ করে শ্রীবিষ্ণুর আরাধনা করুন।

advertisement

বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।

আর্থিক লক্ষ্যপূরণের পথে কিছু বাধার সম্মুখীন হতে হবে।

প্রতিকার – অনুগ্রহ করে শ্বেত সামগ্রী দান করুন।

ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।

কাজের জায়গায় বিশেষ মনোযোগ প্রয়োজন, অন্যথায় আর্থিক ক্ষতির সম্ভাবনা।

প্রতিকার – অনুগ্রহ করে মাছেদের ময়দার ডেলা খাওয়ান।

মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।

advertisement

আর্থিক প্রবৃদ্ধির ইঙ্গিত, উপার্জনের উৎসও সেই অনুযায়ী বৃদ্ধি পাবে।

প্রতিকার – অনুগ্রহ করে হলুদ বস্তু দান করুন।

কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।

আর্থিক সমস্যায় কর্তৃপক্ষের পরামর্শ কাজে আসবে।

প্রতিকার – অনুগ্রহ করে শিবলিঙ্গের জলাভিষেক করুন।

মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।

কঠিন পরিশ্রমই আপাতত আর্থিক সুবিধার দিকে নিয়ে যাবে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রতিকার – অনুগ্রহ করে শ্রীকৃষ্ণের আরাধনা করুন।

বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Money Mantra: ২ ডিসেম্বর মাসের শুরুতেই বাড়তি রোজগার হবে? নাকি খরচ হবে বেশি? যা বলছে জ্যোতিষশাস্ত্র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল