মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।
কর্মক্ষেত্রে প্রভাবশালী মানুষের সঙ্গে পরিচয় হবে। কাজে বাধা আসতে পারে।
প্রতিকার: ভগবান হনুমানের উদ্দেশে নারিকেল নিবেদন করুন।
বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০।
কোনও রকম অর্থনৈতিক ঝুঁকি নেওয়া যাবে না। তবে লাভের সুযোগ পাওয়া যাবে।
প্রতিকার: সন্ধ্যাবেলা শিবলিঙ্গে মধু দিয়ে অভিষেক করুন।
advertisement
মিথুন: মে ২১ থেকে জুন ২০।
কাজ শেষ হলেই লাভবান হওয়া যাবে। হঠাৎ অর্থলাভের সম্ভাবনা রয়েছে।
প্রতিকার: কপালে শ্বেত চন্দনের তিলক লাগান এবং শিবলিঙ্গে তাম্রপাত্রের সাহায্যে অভিষেক করুন।
কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।
পারিবারিক কোনও সম্পত্তি বিক্রয়ের পরিকল্পনা থাকতে পারে। সদস্যদের মত নিতে হবে। ক্ষতির আশঙ্কা রয়েছে।
প্রতিকার: ভগবান শিবের উপাসনা করে চাল দান করতে হবে।
সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।
নিজের প্রতিভা প্রদর্শনের সুযোগ পাওয়া যাবে। তবে অতিরিক্ত আত্মবিশ্বাস ভাল নয়।
প্রতিকার: সোমবার উপবাস রেখে শিব চালিসা পাঠ করতে হবে।
কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।
কোনও প্রতিশ্রুতি পূরণ করতে না পারার কারণে মনে অশান্তি। ভুল পথে আয় করা যাবে না কোনও ভাবেই।
প্রতিকার: শিবরক্ষা স্তোত্র পাঠ করে শিবলিঙ্গে জল ও বেলপাতা নিবেদন করুন।
তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।
কোনও ভাবে অর্থনৈতিক লাভ হতে পারে। আলস্যের কারণে কাজে দেরি হতে পারে।
প্রতিকার: সোমবার উপবাস রেখে শিব চালিসা পাঠ করতে হবে।
বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।
অর্থাগমের সম্ভাবনা রয়েছে। ব্যবসায় লাভ হবে। ঝুঁকিপূর্ণ ক্ষেত্রে বিনিয়োগ করা যাবে না।
প্রতিকার- সন্ধ্যাবেলা শিব পূজা করুন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন।
ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।
ছোট বা বড় যেকোনও রকম ক্ষতির আশঙ্কা রয়েছে। তবে কর্মক্ষেত্রে লাভজনক প্রকল্পের বিষয়ে জানা যেতে পারে।
প্রতিকার- সোমবার উপবাস রেখে শিব চালিসা পাঠ করতে হবে।
মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।
কর্মক্ষেত্রে বাকসংযম প্রয়োজন। নাহলে কাজের ক্ষতি হতে পারে। খরচের তুলনায় আয় কম হবে।
প্রতিকার- সোমবার উপবাস রেখে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে হবে।
কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।
বড় পরিকল্পনায় দ্বন্দ্ব তৈরি হতে পারে, কেউ ভুল পরামর্শ দিতে পারে।
প্রতিকার- সন্ধ্যায় শিব পূজা করে চাল ও তিল মিশিয়ে দান করুন।
মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।
নতুন পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করার সুযোগ মিলবে। অভিজ্ঞতা কাজে লাগাতে হবে।
প্রতিকার- সোমবার উপবাস রেখে গঙ্গাজলে শিবলিঙ্গের অভিষেক করুন
