TRENDING:

Money Mantra: ২১ জুন হাতে টাকা আসবে? না জলের মতো খরচ হবে? নিজের রাশি মিলিয়ে জেনে নিন

Last Updated:

জন্মদিন মিলিয়ে বেছে নিতে হবে নিজের রাশি এবং সেই অনুযায়ী আর্থিক পদক্ষেপ কাম্য; জানাচ্ছেন ভূমিকা কালাম

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আমাদের দেশের বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে যে আমাদের রাশিচক্রের ১২টি রাশি মানবজীবনের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিতে সক্ষম। প্রত্যেকটি রাশি তাদের প্রতিদিনের গ্রহের ভিন্ন ভিন্ন অবস্থানের কারণে জীবনে ভিন্ন ভিন্ন ঘটনার সম্মুখীন হয়ে থাকে। সেই কারণেই প্রতিটি রাশির জাতক-জাতিকাদের জীবনের বিভিন্ন দিক নিয়ে জ্যোতিষশাস্ত্র ভবিষ্যদ্বাণী করতে সক্ষম। এবারে দেখে নেওয়া যাক আজকের রাশিফল আমাদের অর্থভাগ্য নিয়ে কী কী গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে। জন্মদিন মিলিয়ে বেছে নিতে হবে নিজের রাশি এবং সেই অনুযায়ী আর্থিক পদক্ষেপ কাম্য; জানাচ্ছেন ভূমিকা কালাম!
advertisement

মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।

কর্মক্ষেত্রে প্রভাবশালী মানুষের সঙ্গে পরিচয় হবে। কাজে বাধা আসতে পারে।

প্রতিকার: ভগবান হনুমানের উদ্দেশে নারিকেল নিবেদন করুন।

বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০।

কোনও রকম অর্থনৈতিক ঝুঁকি নেওয়া যাবে না। তবে লাভের সুযোগ পাওয়া যাবে।

প্রতিকার: সন্ধ্যাবেলা শিবলিঙ্গে মধু দিয়ে অভিষেক করুন।

advertisement

মিথুন: মে ২১ থেকে জুন ২০।

কাজ শেষ হলেই লাভবান হওয়া যাবে। হঠাৎ অর্থলাভের সম্ভাবনা রয়েছে।

প্রতিকার: কপালে শ্বেত চন্দনের তিলক লাগান এবং শিবলিঙ্গে তাম্রপাত্রের সাহায্যে অভিষেক করুন।

কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।

পারিবারিক কোনও সম্পত্তি বিক্রয়ের পরিকল্পনা থাকতে পারে। সদস্যদের মত নিতে হবে। ক্ষতির আশঙ্কা রয়েছে।

advertisement

প্রতিকার: ভগবান শিবের উপাসনা করে চাল দান করতে হবে।

সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।

নিজের প্রতিভা প্রদর্শনের সুযোগ পাওয়া যাবে। তবে অতিরিক্ত আত্মবিশ্বাস ভাল নয়।

প্রতিকার: সোমবার উপবাস রেখে শিব চালিসা পাঠ করতে হবে।

কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।

কোনও প্রতিশ্রুতি পূরণ করতে না পারার কারণে মনে অশান্তি। ভুল পথে আয় করা যাবে না কোনও ভাবেই।

advertisement

প্রতিকার: শিবরক্ষা স্তোত্র পাঠ করে শিবলিঙ্গে জল ও বেলপাতা নিবেদন করুন।

তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।

কোনও ভাবে অর্থনৈতিক লাভ হতে পারে। আলস্যের কারণে কাজে দেরি হতে পারে।

প্রতিকার: সোমবার উপবাস রেখে শিব চালিসা পাঠ করতে হবে।

বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।

অর্থাগমের সম্ভাবনা রয়েছে। ব্যবসায় লাভ হবে। ঝুঁকিপূর্ণ ক্ষেত্রে বিনিয়োগ করা যাবে না।

advertisement

প্রতিকার- সন্ধ্যাবেলা শিব পূজা করুন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন।

ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।

ছোট বা বড় যেকোনও রকম ক্ষতির আশঙ্কা রয়েছে। তবে কর্মক্ষেত্রে লাভজনক প্রকল্পের বিষয়ে জানা যেতে পারে।

প্রতিকার- সোমবার উপবাস রেখে শিব চালিসা পাঠ করতে হবে।

মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।

কর্মক্ষেত্রে বাকসংযম প্রয়োজন। নাহলে কাজের ক্ষতি হতে পারে। খরচের তুলনায় আয় কম হবে।

প্রতিকার- সোমবার উপবাস রেখে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে হবে।

কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।

বড় পরিকল্পনায় দ্বন্দ্ব তৈরি হতে পারে, কেউ ভুল পরামর্শ দিতে পারে।

প্রতিকার- সন্ধ্যায় শিব পূজা করে চাল ও তিল মিশিয়ে দান করুন।

মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।

নতুন পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করার সুযোগ মিলবে। অভিজ্ঞতা কাজে লাগাতে হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

প্রতিকার- সোমবার উপবাস রেখে গঙ্গাজলে শিবলিঙ্গের অভিষেক করুন

বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Money Mantra: ২১ জুন হাতে টাকা আসবে? না জলের মতো খরচ হবে? নিজের রাশি মিলিয়ে জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল