মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।
কর্মক্ষেত্রে সাফল্য মিলবে, ব্যবসায় ধৈর্যাবলম্বন প্রয়োজন।
প্রতিকার – অনুগ্রহ করে কোনও দরিদ্রকে লাল ফল দান করুন।
বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০।
স্বাস্থ্যকর প্রতিযোগিতার মধ্যে দিয়েই লক্ষ্যে পৌঁছতে হবে।
প্রতিকার – অনুগ্রহ করে হনুমানজির আরতি করুন।
মিথুন: মে ২১ থেকে জুন ২০।
ধার নেওয়া থেকে বিরত থাকতে হবে, রুটিন মেনে কাজ করতে হবে।
advertisement
প্রতিকার – অনুগ্রহ করে রামায়ণের সুন্দরকাণ্ড পাঠ করুন।
কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।
ব্যবসা হোক বা কর্মক্ষেত্র, তাড়াহুড়োয় সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না।
প্রতিকার – অনুগ্রহ করে গরুকে সবুজ ঘাস বা পালং শাক খেতে দিন।
সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।
প্রতিযোগিতা থাকলেও অর্থনৈক শ্রীবৃদ্ধি জীবনে আশা এনে দেবে।
প্রতিকার – অনুগ্রহ করে দুর্গামন্দিরে ঘিয়ের প্রদীপ নিবেদন করুন।
কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।
সাবেকি পদ্ধতিতে কাজ করলেই আপাতত সাফল্য অর্জিত হবে।
প্রতিকার – অনুগ্রহ করে লাল রঙের গরুকে গুড় খাওয়ান।
তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।
আর্থিক পরিকল্পনার কথা আপাতত কাউকে না জানানোই উচিত হবে।
প্রতিকার – অনুগ্রহ করে কোনও দরিদ্রকে সাদা রঙের দ্রব্য দান করুন।
বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।
ব্যবসা হোক বা কর্মক্ষেত্র- মাথা গরম করলে লোকসানের মুখে পড়তে হবে।
প্রতিকার – অনুগ্রহ করে বন্দী পাখিদের মুক্ত করুন।
ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।
ব্যবসা হোক বা কর্মক্ষেত্র- আর্থিক লেনদেন থেকে বিরত থাকতে হবে।
প্রতিকার – অনুগ্রহ করে কালো কুকুরকে মিষ্টি খাওয়ান।
মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।
আরও কঠের পরিশ্রম করতে হবে, তাতেই সাফল্য অর্জিত হবে।
প্রতিকার – অনুগ্রহ করে কোনও শারীরিক প্রতিবন্ধীর সেবা করুন।
কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।
ব্যবসা হোক বা কর্মক্ষেত্র- অপ্রত্যাশিত লাভ হতে চলেছে।
প্রতিকার – অনুগ্রহ করে ময়দার সঙ্গে চিনি মিশিয়ে পিঁপড়েকে খাওয়ান।
মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।
দীর্ঘমেয়াদি সাফল্যের লক্ষ্যে আপাতত মন দিতে হবে।
প্রতিকার – অনুগ্রহ করে সন্ধ্য়ায় অশ্বত্থ গাছের নিচে সরষের তেলের প্রদীপ নিবেদন করুন।