মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।
আর্থিক প্রতিবন্ধকতা অনায়াসে দূর হবে।
প্রতিকার – অনুগ্রহ করে শিব চালিসা পাঠ করুন।
বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০।
আর্থিক বিষয়ে ভ্রমণের সম্ভাবনা আছে।
প্রতিকার – অনুগ্রহ করে দরিদ্রকে অন্ন দান করুন।
মিথুন: মে ২১ থেকে জুন ২০।
advertisement
বাকসংযমই এখন আর্থিক লাভের কারণ হবে।
প্রতিকার – অনুগ্রহ করে দেবী লক্ষ্মীকে ক্ষীর নিবেদন করুন।
কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।
উপার্জনের বিকল্প উৎসের সন্ধান মিলবে।
প্রতিকার – অনুগ্রহ করে শিব চালিসা পাঠ করুন।
সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।
বিতর্ক এড়ালে আর্থিক দিক সমৃদ্ধ হবে।
প্রতিকার – অনুগ্রহ করে শিবলিঙ্গের দুগ্ধাভিষেক করুন।
কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।
কঠোর পরিশ্রমই কেবল আর্থিক সাফল্য দেবে।
প্রতিকার – অনুগ্রহ করে দেবী লক্ষ্মীর আরাধনা করুন।
আরও পড়ুন : ভুলেও জলখাবারে দুধ ও কলা একসঙ্গে মিশিয়ে খাবেন না এঁরা! জানুন কীভাবে কলা খাওয়া শরীরের জন্য উপকারী
তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।
আর্থিক সমৃদ্ধি আপাতত অব্যাহত থাকবে।
প্রতিকার – অনুগ্রহ করে হনুমানজিকে সিঁদুর নিবেদন করুন।
বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।
আত্মীয়দের সাহায্যেআর্থিক লাভ হবে।
প্রতিকার – অনুগ্রহ করে দরিদ্রকে সাহায্য করুন।
ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।
আর্থিক বিনিয়োগ বিপুল লাভ দেবে।
প্রতিকার – অনুগ্রহ করে শ্রীকৃষ্ণের আরাধনা করুন।
মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।
উপার্জনের একাধিক উৎস খুলে যাবে।
প্রতিকার – অনুগ্রহ করে দরিদ্রকে অন্ন, অর্থ দান করুন।
কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।
আত্মীয়দের সহায়তায় আর্থিক প্রতিবন্ধকতা কাটবে।
প্রতিকার – অনুগ্রহ করে সঙ্কটনাশন গণেশ স্তোত্র পাঠ করুন।
মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।
কারও পরামর্শ আর্থিক ঝুঁকির কারণ হয়ে উঠবে।
প্রতিকার – অনুগ্রহ করে গণেশ চালিসা পাঠ করুন।