মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯
দীর্ঘ দিনের আটকে থাকা কাজ শেষ করা যাবে। মনে শান্তি আসবে। কথায় মিষ্টত্ব বজায় রাখতে হবে।
প্রতিকার: লক্ষ্মী চালিসা বা স্তোত্র পাঠ করুন।
বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০
কাজের জগতে সাফল্য ও সন্তুষ্টি আসবে। রাজনৈতিক ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা।
প্রতিকার: সঙ্কটনাশন গণেশ স্তোত্র পাঠ করুন।
advertisement
মিথুন: মে ২১ থেকে জুন ২০
কর্মক্ষেত্রে নতুন মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি হতে পারে।
প্রতিকার: ভোরবেলা ভগবান সূর্যের উদ্দেশ্যে তাম্রপাত্র থেকে জল নিবেদন করুন।
কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২
কেরিয়ারে উন্নতি, খ্যাতি বাড়বে। ব্যবসার কাজে ভ্রমণ হতে পারে। সরকারি কাজে লাভের যোগ।
প্রতিকার: শ্রী গণেশ চালিসা পাঠ করুন।
সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২
ব্যবসায় নতুন আয়ের উৎস খুলে যেতে পারে। প্রতিপক্ষ চেষ্টা করেও ক্ষতি করতে পারবে না।
প্রতিকার: গোমাতাকে গুড়-রুটি খাওয়ান।
কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২
কর্মক্ষেত্র হোক বা ব্যবসা, প্রচেষ্টার ইতিবাচক ফল পাওয়া সম্ভব হবে। আইনি মামলায় জয়।
প্রতিকার: বজরং বান পাঠ করুন।
তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২
সব দিক থেকে সুখবর আসবে। অর্থনৈতিক বিষয়ে ভাগ্য প্রসন্ন থাকবে।
প্রতিকার: পিঁপড়েদের ময়দা খাওয়ান।
বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১
সমাজ-রাজনৈতিক অনুষ্ঠানে সক্রিয় ভাবে যোগদানের সম্ভাবনা। প্রতিপক্ষের থেকে সতর্ক থাকতে হবে।
প্রতিকার- সূর্য নারায়ণকে অর্ঘ্য নিবেদন করুন।
ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১
পরিবারের প্রয়োজনে অর্থ খরচ করতে হতে পারে। ব্যবসায় সন্তোষজনক লাভের সম্ভাবনা।
প্রতিকার- দরিদ্রদের খাদ্য ও বস্ত্র দান করুন।
মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯
বাড়িতে অতিথি সমাগমের সম্ভাবনা রয়েছে। ফলে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা।
প্রতিকার- ভগবান শ্রীকৃষ্ণকে মাখন-মিছরি নিবেদন করুন।
কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮
পরিবারের সঙ্গে নিজের কাজ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করলে সমাধানের পথ মিলতে পারে।
প্রতিকার- শনি চালিসা বা স্তোত্র পাঠ করুন।
মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০
তীর্থ ভ্রমণের সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ শেষ হতে পারে।
প্রতিকার- শিব জপমালা পাঠ করুন।