TRENDING:

Money Mantra: ২৭ জুলাই হাতে টাকা আসবে? না জলের মতো খরচ হবে? নিজের রাশি মিলিয়ে জানুন বিশদে

Last Updated:

জন্মদিন মিলিয়ে বেছে নিতে হবে নিজের রাশি এবং সেই অনুযায়ী আর্থিক পদক্ষেপ কাম্য; জানাচ্ছেন ভূমিকা কালাম

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আমাদের দেশের বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে যে আমাদের রাশিচক্রের ১২টি রাশি মানবজীবনের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিতে সক্ষম। প্রত্যেকটি রাশি তাদের প্রতিদিনের গ্রহের ভিন্ন ভিন্ন অবস্থানের কারণে জীবনে ভিন্ন ভিন্ন ঘটনার সম্মুখীন হয়ে থাকে। সেই কারণেই প্রতিটি রাশির জাতক-জাতিকাদের জীবনের বিভিন্ন দিক নিয়ে জ্যোতিষশাস্ত্র ভবিষ্যদ্বাণী করতে সক্ষম। এবারে দেখে নেওয়া যাক আজকের রাশিফল আমাদের অর্থভাগ্য নিয়ে কী কী গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে। জন্মদিন মিলিয়ে বেছে নিতে হবে নিজের রাশি এবং সেই অনুযায়ী আর্থিক পদক্ষেপ কাম্য; জানাচ্ছেন ভূমিকা কালাম!
Money Mantra
Money Mantra
advertisement

মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯

দীর্ঘ দিনের আটকে থাকা কাজ শেষ করা যাবে। মনে শান্তি আসবে। কথায় মিষ্টত্ব বজায় রাখতে হবে।

প্রতিকার: লক্ষ্মী চালিসা বা স্তোত্র পাঠ করুন।

বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০

কাজের জগতে সাফল্য ও সন্তুষ্টি আসবে। রাজনৈতিক ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা।

প্রতিকার: সঙ্কটনাশন গণেশ স্তোত্র পাঠ করুন।

advertisement

মিথুন: মে ২১ থেকে জুন ২০

কর্মক্ষেত্রে নতুন মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি হতে পারে।

প্রতিকার: ভোরবেলা ভগবান সূর্যের উদ্দেশ্যে তাম্রপাত্র থেকে জল নিবেদন করুন।

কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২

কেরিয়ারে উন্নতি, খ্যাতি বাড়বে। ব্যবসার কাজে ভ্রমণ হতে পারে। সরকারি কাজে লাভের যোগ।

প্রতিকার: শ্রী গণেশ চালিসা পাঠ করুন।

সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২

advertisement

ব্যবসায় নতুন আয়ের উৎস খুলে যেতে পারে। প্রতিপক্ষ চেষ্টা করেও ক্ষতি করতে পারবে না।

প্রতিকার: গোমাতাকে গুড়-রুটি খাওয়ান।

কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২

কর্মক্ষেত্র হোক বা ব্যবসা, প্রচেষ্টার ইতিবাচক ফল পাওয়া সম্ভব হবে। আইনি মামলায় জয়।

প্রতিকার: বজরং বান পাঠ করুন।

তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২

সব দিক থেকে সুখবর আসবে। অর্থনৈতিক বিষয়ে ভাগ্য প্রসন্ন থাকবে।

advertisement

প্রতিকার: পিঁপড়েদের ময়দা খাওয়ান।

বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১

সমাজ-রাজনৈতিক অনুষ্ঠানে সক্রিয় ভাবে যোগদানের সম্ভাবনা। প্রতিপক্ষের থেকে সতর্ক থাকতে হবে।

প্রতিকার- সূর্য নারায়ণকে অর্ঘ্য নিবেদন করুন।

ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১

পরিবারের প্রয়োজনে অর্থ খরচ করতে হতে পারে। ব্যবসায় সন্তোষজনক লাভের সম্ভাবনা।

প্রতিকার- দরিদ্রদের খাদ্য ও বস্ত্র দান করুন।

advertisement

মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯

বাড়িতে অতিথি সমাগমের সম্ভাবনা রয়েছে। ফলে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা।

প্রতিকার- ভগবান শ্রীকৃষ্ণকে মাখন-মিছরি নিবেদন করুন।

কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮

পরিবারের সঙ্গে নিজের কাজ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করলে সমাধানের পথ মিলতে পারে।

প্রতিকার- শনি চালিসা বা স্তোত্র পাঠ করুন।

মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০

তীর্থ ভ্রমণের সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ শেষ হতে পারে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রতিকার- শিব জপমালা পাঠ করুন।

বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Money Mantra: ২৭ জুলাই হাতে টাকা আসবে? না জলের মতো খরচ হবে? নিজের রাশি মিলিয়ে জানুন বিশদে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল