TRENDING:

Zodiac Sign: জুন থেকে ৪ রাশির জাতক-জাতিকাদের জীবনে বড় খেলা শুরু! টাকা-পয়সা থেকে উন্নতি, জীবনে খুশি উপচে পড়বে

Last Updated:

Zodiac Sign: মঙ্গলের রাশি পরিবর্তনে চার রাশির জাতক জাতিকাদের জীবন অত্যন্ত সুন্দর করবে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Mars Transit 2022: কোনও গ্রহের রাশি পরিবর্তনকে গ্রহ গোচর বলা হয়ে থাকে ৷ এই মাসেই চারটি বড় গ্রহের রাশির পরিবর্তন হতে চলেছে ৷ এদের মধ্যেই অন্যতম মঙ্গল মীন রাশি থেকে বেরিয়ে ২৭ জুন সকাল ৫.৩৯ মিনিটে মেষ রাশিতে গোচর হবে, অর্থাৎ রাশি পরিবর্তন হতে চলেছে ৷ জ্যোতিষ শাস্ত্রমতে মঙ্গলকে সাহস, ব্যবসায় শ্রীবৃদ্ধি ও পরাক্রমের কারক বলেই মনে করা হয় ৷ মঙ্গলের এই রাশি পরিবর্তন চার রাশির জাতক-জাতিকাদের আয়ের সঙ্গে সঙ্গে সুখ ও সমৃদ্ধির বৃদ্ধি করবে ৷ এই রাশির জাতক-জাতিকাদের বিশেষ সুবিধা হবে ৷
প্রতীকী ছবি ৷
প্রতীকী ছবি ৷
advertisement

আরও পড়ুন:  Numerology Suggestions: সংখ্যাতত্ত্বে ২৯ মে: জন্মদিনের যোগফল কী বলছে? কেমন কাটবে রবিবারের দিনটা!

মিথুন (Gemini): মঙ্গলের গোচর এই রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত শুভ ৷ কার্যক্ষেত্রে সম্মান পাবেন, আয়ের বৃদ্ধি হবে, ব্যবসায়ও ব্যাপক লাভ হবে ৷ ঋণ নেওয়া থেকে বাঁচতে হবে ৷ বাক্য সংযোম রাখতে হবে, মুখে এলেই যে কোনও কথা বলে দিতে হবে এমনটা মোটেই করা উচিৎ নয় ৷ সমস্ত মনষ্কামনা পূরণ হবে ৷

advertisement

সিংহ (Leo): মঙ্গলের রাশি পরিবর্তনের ফলে ভাগ্যের সঙ্গ পাবেন সিংহ রাশির জাতক-জাতকারা ৷ সম্পত্তি সংক্রান্ত মামলায় বিশেষ সুবিধা পাবেন ৷ পারিবারিক সুখ ও সমৃদ্ধি প্রতিষ্ঠিত হবে ৷ চাকরি ও ব্যবসায় পরিস্থিতি অনুকূল থাকবে ৷ এই সময়ে বাড়ির সমস্ত কিছুই মঙ্গলময় হবে ৷ শান্তি থাকবে ভরপুর ৷

আরও পড়ুন:   Astro Remedies: ১ টাকার কয়েনের সঙ্গে ময়ূরের পালকের বড় খেলা! বদলে দেবে ভাগ্য, সংসারে টাকা পয়সার বন্যা বইবে

advertisement

মকর (Capricorn): মঙ্গলের রাশি পরিবর্তনের ফলে চতুর্থ ভাব হতে চলেছে ৷ চতুর্থ ভাবকে সুখ বলেই চিহ্নিত করা হয় জ্যোতিষ শাস্ত্রে ৷ এই সময় সম্পত্তি পেতে পারেন ৷ কর্মক্ষেত্রে ভাল খবর পেতে পারেন ৷

মীন (Pices): মঙ্গলের রাশি পরিবর্তনের ফলে ধনপ্রাপ্তি যোগ থাকবে ৷ ভাগ্যের সাহায সব সময়েই পাবেন ৷ যাত্রাযোগ সৃষ্টি হবে ৷ এমনকী বিদেশযাত্রার বড় সুযোগ আসে চলেছে ৷ যে সমস্ত কাজ করবেন তাতে সাফল্য আসবেই ৷ গাড়ি চালানোর সময়ে সাবধানে থাকতে হবে ৷ কথা বলার সময়ে শব্দ চয়ন ও বাক্য সংযোম থাকাটা অত্যন্ত প্রয়োজনীয় ৷

advertisement

আরও পড়ুন:  Vastu for Eating Food: স্বামী-স্ত্রী একই থালায় ভোজন করেন? সংসারের জন্য চরম খারাপ সময় আসছে!

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

Disclaimer: উপরোক্ত তথ্যগুলি বিচার বিবেচনা করে নিজের বুদ্ধি প্রয়োগ করে তবেই জীবনে প্রয়োগ করুন ৷ নিউজ ১৮ বাংলা অনুরোধ বা প্রভাবিত করেনা ৷

বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Zodiac Sign: জুন থেকে ৪ রাশির জাতক-জাতিকাদের জীবনে বড় খেলা শুরু! টাকা-পয়সা থেকে উন্নতি, জীবনে খুশি উপচে পড়বে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল