সমস্ত গ্রহের সেনাপতি মঙ্গল গ্রহ ১৩ নভেম্বর সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে মিথুন রাশি ছেড়ে বৃষ রাশিতে প্রবেশ করছে। মঙ্গল গ্রহকে আসলে বীরত্ব, সাহস, শৌর্য, ক্রোধ, যুদ্ধ, শত্রু, অস্ত্র ইত্যাদির কারণ বলে গণ্য করা হয়। তা-হলে জেনে নেওয়া যাক, কোন রাশির জন্য মঙ্গলের এই গোচর সমস্যা ডেকে আনতে পারে।
মেষ রাশি:
advertisement
মেষ রাশির দ্বিতীয় ঘরে প্রবেশ করছেন মঙ্গল গ্রহ। এমন পরিস্থিতিতে মেষ রাশির জাতক-জাতিকাদের জীবনে নানা সমস্যা দেখা দিতে পারে। আর্থিক অবস্থার উপরেও খারাপ প্রভাব পড়তে পারে। যদি কেউ কোনও খাতে বিনিয়োগ করার কথা ভেবে থাকেন, তা-হলে সেটা একটু সাবধানে করতে হবে। এর পাশাপাশি দাম্পত্য জীবনেও নানা সমস্যা দেখা দিতে পারে। আর সেই সঙ্গে কথাবার্তার ক্ষেত্রেও নিয়ন্ত্রণ রাখতে হবে। না-হলে পরিবারের সঙ্গে বিবাদ ঘটতে পারে।
আরও পড়ুন- রাশিফল ১২ নভেম্বর; দেখে নিন কেমন যাবে আজকের দিন
মিথুন রাশি:
মঙ্গল গ্রহের রাশি পরিবর্তনের কারণে মিথুন রাশির জাতক-জাতিকারা শারীরিক, মানসিক এবং আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলা উচিত। সম্পর্কের মধ্যেও কিছুটা তিক্ততা আসতে পারে। যদি কোনও ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করে থাকেন, তা-হলে একটু সতর্ক থাকতে হবে। মঙ্গল গোচরের জেরে এই রাশির জাতক-জাতিকাদের আচরণের ক্ষেত্রেও সামান্য পরিবর্তন আসতে পারে। তাই কোনও কথা বলার আগে ভেবে নিতে হবে, কথাবার্তাতেও সংযম রাখা বাঞ্ছনীয়।
তুলা রাশি:
তুলা রাশির জাতক-জাতিকাদের জীবনে অশান্তি ডেকে আনতে পারে মঙ্গলের এই গোচর। কোনও কাজের ক্ষেত্রে এঁদের বেশি পরিশ্রম করতে হতে পারে। এমনকী, তৈরি হতে পারে মানসিক চাপও। এর পাশাপাশি অর্থনৈতিক অবস্থার উপরেও খারাপ প্রভাব পড়তে পারে। কর্মক্ষেত্রে অন্যের বিষয়ে কথা বলা থেকে বিরত থাকতে হবে। কারণ এই বিষয়টা এই রাশির জাতক-জাতিকার জন্য বিপজ্জনক প্রমাণিত হতে পারে।
মকর রাশি:
মকর রাশির জাতক-জাতিকাদের জীবনে কিছু সমস্যা বয়ে আনতে পারে মঙ্গলের গোচর। বিনিয়োগ করা অর্থ আটকে যেতে পারে। তাই বিনিয়োগ করার আগে একটু ভাবনা-চিন্তা করতে হতে পারে। দাম্পত্য জীবনে কিছু উত্থান-পতন হতে পারে। সকলকে বিশ্বাস করলে চলবে না।
(Disclaimer:প্রতিবেদনের লেখা তথ্য News18 Bangla-র নিজস্ব মত নয়৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন৷)