মেষ রাশি:
মঙ্গল গোচরের ফলে মেষ রাশির জাতক-জাতিকাদের জীবনে শুভ ফল বয়ে আনবে। কর্মক্ষেত্রে এই জাতক-জাতিকাদের ক্ষমতা এবং কাজের প্রতি একাগ্রতা দুর্দান্ত থাকবে। ফলে স্বীকৃতি কিংবা প্রশংসার পাশাপাশি পদোন্নতির যোগও তৈরি হবে। ধন-সম্পদ লাভ তো ঘটবেই, রাগও থাকবে নিয়ন্ত্রণে।
আরও পড়ুন- রেল লাইনে দাঁড়িয়ে রাজধানী এক্সপ্রেস আটকে দিলেন যাত্রীরা, কেন?
advertisement
সিংহ রাশি:
সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য মঙ্গলের রাশি পরিবর্তন ইতিবাচক ফল বয়ে আনবে। কারণ এই রাশির জাতক-জাতিকাদের অপূর্ণ সাধ পূরণ হতে চলেছে। আটকে থাকা কাজ গতি পাবে। এর পাশাপাশি আর্থিক উন্নতি সাধনও ঘটবে। এই সময়টায় সিংহ রাশির জাতক-জাতিকারা মারাত্মক এনার্জিতে ভরপুর থাকবেন। আর মঙ্গলের গোচরের প্রভাবে এঁদের রোম্যান্টিক জীবনও দুর্দান্ত হয়ে উঠবে। বিবাহিত জীবন তাই আরও সুন্দর হয়ে উঠবে এবং সঙ্গীর সঙ্গে সুন্দর মুহূর্ত কাটাতে পারবেন।
কন্যা রাশি:
মঙ্গলের রাশি পরিবর্তন কন্যা রাশির জাতক-জাতিকাদের কেরিয়ারের ক্ষেত্রে দারুণ লাভ এনে দেবে। প্রোমোশন তো মিলবেই, তার পাশাপাশি আয়ও বাড়বে এই রাশির জাতক-জাতিকাদের। এমনকী, ধনলাভের যোগও রয়েছে। এ-ছাড়া পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে সম্পর্ক আরও ভাল হবে।
আরও পড়ুন- 'বাথরুমে পরার চপ্পল'-এর দামই প্রায় ৯ হাজার টাকা! নেটিজেনরা ভুল বুঝছেন না তো?
মকর রাশি:
মঙ্গলের গোচরের ফলে মকর রাশির জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রে বড়সড় সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর যাঁরা পড়াশোনা করছেন, তাঁরাও ভাল ফল করতে চলেছেন। আবার যাঁরা ব্যবসার সঙ্গে যুক্ত, তাঁরা বড়সড় কোনও সিদ্ধান্ত নিতে পারেন। আর কাজ অথবা ব্যবসা বাড়লে তো আয়ও বাড়বে। এ-ছাড়াও আয়ের নানা পথ খুলে যেতে পারে। ফলে জীবনে সুখ-সমৃদ্ধির আগমন ঘটবে।
মীন রাশি:
মীন রাশির জাতক-জাতিকাদের জীবনে আর্থিক সমৃদ্ধি বাড়বে। জমি-বাড়ির মতো সম্পত্তি থেকে লাভ হতে পারে। ব্যবসার প্রসার ঘটবে। আসলে ব্যবসা অথবা কাজ সম্প্রসারণ করার পরিকল্পনা থাকলে এটাই তার আদর্শ সময়। আর সবথেকে বড় কথা হল, পরিবারকে পাশে পাবেন মীন রাশির জাতক-জাতিকারা। যাঁরা বিবাহিত, তাঁদের জন্যও শুভ ফল বয়ে আনবে মঙ্গলের গোচর।