হস্তরেখা শাস্ত্র অনুযায়ী, যদি কোনও ব্যক্তির হাতে গুরুগ্রহ বা বৃহস্পতির স্থানে ক্রস চিহ্ন থাকে তবে ওই ব্যক্তির লাভ ম্যারেজ হবে এবং জ্যোতিষশাস্ত্রে বলা হয় এমন ব্যক্তিদের বিয়ে খুবই সফল হয়। এঁদের সম্পর্ক জীবনভর অটুট থাকে। এ কারণেই হাতে ক্রস চিহ্ন থাকাকে শুভ বলে ধরা হয়।
আরও পড়ুন- দক্ষিণ আফ্রিকার নাইট ক্লাবে মৃত্যুমিছিল ! উদ্ধার ২২ জনের দেহ
advertisement
যদি কোনও ব্যক্তির হাতে গুরুগ্রহ বা বৃহস্পতির স্থানে স্বস্তিক চিহ্ন থাকে তবে ওই সকল ব্যক্তিরা প্রেম জীবনে তাঁদের সঙ্গীদের প্রতি খুবই সৎ থাকেন। এঁরা কখনওই লোক দেখানো প্রেমের সম্পর্ক স্থাপন করেন না, বরং এঁরা আসলেই তাঁদের জীবনসঙ্গীকে শ্রদ্ধা করেন।
হস্তরেখা শাস্ত্র অনুযায়ী, যে সকল ব্যক্তিদের গুরুগ্রহ বা বৃহস্পতির স্থান অপেক্ষাকৃত উঁচু হয় এবং সেই অনুপাতে হৃদয় রেখাও সেই উঁচু স্থানে পৌঁছে যায় তবে বুঝতে হবে তাঁদের প্রেম জীবনে সফলতা আসবে। এ ছাড়াও এই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের পর ধনবান হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ধরনের ব্যক্তিরা অ্যারেঞ্জড ম্যারেজেও সম্পূর্ণ বিশ্বস্ততার সঙ্গে সম্পর্ক বজায় রাখেন।
আরও পড়ুন-উত্তরবঙ্গে ভারী বৃষ্টি অব্যাহত, দক্ষিণবঙ্গে আবহাওয়ার কী পূর্বাভাস, জেনে নিন
হস্তরেখা শাস্ত্র অনুযায়ী, যে সব ব্যক্তিদের বিবাহ রেখার নীচে একাধিক শাখায় বিভক্ত অনেকগুলি রেখা থাকে, তাঁদেরও লাভ ম্যারেজ হওয়ার সম্ভাবনা রয়েছে।
যদি কোনও ব্যক্তির হৃদয় রেখা থেকে আরেকটি রেখা বেরিয়ে সূর্য রেখার দিকে যায় এবং সূর্য রেখাতে গিয়ে মেশে, তাহলেও সেই ব্যক্তিদের লাভ ম্যারেজ হয়। তবে এই ধরনের ব্যক্তিদের একের অধিক বিবাহ হওয়ার সম্ভাবনাও রয়েছে।