এবারে আমরা জেনে নেব কোন কোন রাশির জাতক-জাতিকারা এই কেতুর গোচরে উপকৃত হবেন।
বৃষ রাশি
এই সময়টা বৃষ রাশির জন্য অত্যন্ত শুভ। জাতক-জাতিকাদের স্বাস্থ্যের উন্নতি হবে, যাঁরা দীর্ঘ দূরত্বের যাত্রাপথে ভ্রমণের পরিকল্পনা করছেন, তাঁরাও সাফল্য পাবেন। কর্মজীবনের জন্য করা নানা পরিকল্পনা সফল হবে। জাতক-জাতিকারা আর্থিক ভাবেও লাভবান হবেন। পুরনো আটকে থাকা সমস্ত কাজ সম্পন্ন হবে। যাঁরা এই সময়ে বিনিয়োগ করতে চান তাঁদের জন্যও সময়টি শুভ। যাঁরা পার্টনারশিপে কাজ করতে চান তাঁরাও আর্থিক ভাবে লাভবান হবেন।
advertisement
আরও পড়ুন-ভালবাসা খুলেছে মুখোশ, নেমেছে পথে; সাত রঙে শহর সাজাল কলকাতা রেনবো প্রাইড ওয়াক
সিংহ রাশি
সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য সময়টি খুবই উপকারী প্রমাণিত হতে চলেছে। পরিবারে শান্তি বজায় থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। সমাজে মান-সম্মান বৃদ্ধি পাবে। সম্পত্তিতে বিনিয়োগের জন্য সময়টি অনুকূল। জাতক-জাতিকারা কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। ব্যবসায় কঠোর পরিশ্রম করলে জাতক-জাতিকারা অবশ্যই সফলতা পাবেন।
ধনু রাশি
কেতুর গোচর জাতক-জাতিকাদের কর্মজীবনের জন্য চমৎকার ফল দিতে চলেছে। তাঁরা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন। এই সময়ে ধর্মীয় কাজে আগ্রহ বাড়তে পারে। জাতক-জাতিকারা আইনি মামলাতেও সাফল্য পেতে পারেন। পুরনো কোনও রোগ থেকে মুক্তি মিলবে। ব্যবসায় দুর্দান্ত সাফল্য লাভ হতে পারে।
আরও পড়ুন- টিভিকে ছাপিয়ে গেল ডিজিটাল ! জিও সিনেমায় রেকর্ড সংখ্যায় মানুষ দেখলেন বিশ্বকাপ
মকর রাশি
মকর রাশির জাতক-জাতিকারা একাধিক উৎস থেকে ভাল উপার্জন করতে সক্ষম হবেন। তাঁরা আর্থিক ভাবেও লাভবান হবেন। বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভাল হবে। কর্মক্ষেত্রে কোনও বড় সিদ্ধান্ত নিলে সেই মারফত দারুণ সাফল্য মিলবে। জাতক-জাতিকারা সম্পদ ও সম্পত্তি লাভেও সফল হবেন। নতুন ব্যবসা শুরু করার জন্য সময়টি খুবই ভাল। যাঁরা নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছেন তাঁরা আর্থিক ভাবে লাভবান হবেন।
Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷