জ্যোতিষ অমিত চট্টোপাধ্যায় জানান, গ্রহ ও রাশি অনুযায়ী নক্ষত্র এক ভীষণ প্রভাব ফেলে। এই আজকের তিথিতে কৌশিকী রূপ ধারণ করেছিল এবং অসুর বিনাশ করেছিল। তাই এর নাম কৌশিকী অমাবস্যা। আজকের দিনটা মহাসিদ্ধির একটা দিন। শুক্র দেবের নক্ষত্র। এছাড়াও আজকের যোগ হল সার্ধ যোগ। যা কিছু তন্ত্র ক্রীয়া করা হবে তা সিদ্ধির জায়গায় পৌঁছবে। এছাড়াও আকাশ মন্ডলে আজকের দিনে বৃশ্চিক লগ্ন চলছে। বৃশ্চিক লগ্নের যে শিশু জন্ম গ্রহণ করবে আজ, সে সাফল্য নিয়ে জন্মগ্রহণ করবে।
advertisement
আরও পড়ুন:
আরও পড়ুন: যৌবন ধরে রাখার জাদু মন্ত্র আছে কিশমিশে! রাতারাতি পাবেন ফল! জানুন বিশেষ পদ্ধতি
অন্যান্য রাশির ক্ষেত্রে যেমন ধনু রাশির ক্ষেত্রে বৃহস্পতি দেব ষষ্ঠ ভাগে আছে। তাদের কিছুটা রোগ ভোগ নির্দেশ করছে। এছাড়াও মকর কুম্ভ ভাল সময় চলবে। শনিদেব স্বক্ষেত্রে বিরাজ করবে। বৃষ রাশি ও মিথুন রাশি পুর্বভাদ্রপদ নক্ষত্র রয়েছে সেখানে বৃষ রাশি ও তুলা রাশির ওপর শুক্রদেবের কৃপা বিরাজ করবে। কর্কট, সিংহ ও কন্যা রাশির সময় ভাল চলছে। এবং সুর্য দেব স্ব-রাশিতে আছে। তাই এই সময়টা এখন খারাপ নয়।
কৌশিক অধিকারী