প্রসঙ্গত, চলতি বছরের ২৯ জুলাই মীন রাশিতে গমন করেছিল বৃহস্পতি গ্রহ। বক্রী বা বিপরীতমুখী অবস্থায় অর্থাৎ উল্টো অভিমুখে চলছিল। এ-বার ২৬ অক্টোবর বৃহস্পতি গ্রহ অবস্থান পরিবর্তন করে ফের মীন রাশিতে গমন করছে। আগামী ২৪ নভেম্বর পর্যন্ত এই রাশিতেই অবস্থান করবে বৃহস্পতি। তবে রাশিচক্রে বৃহস্পতির স্থান পরিবর্তন এই সব রাশির জীবনে অত্যন্ত শুভ প্রভাব ফেলতে চলেছে। দেখে নেওয়া যাক, কোন কোন রাশির উপর বৃহস্পতির শুভ প্রভাব পড়বে।
advertisement
আরও পড়ুন- গঙ্গা থেকে বেরিয়ে সোজা ঘরে ঢুকে পড়ল কুমির, চার ঘণ্টা চলল উদ্ধার অভিযান!
কুম্ভ রাশির জাতক-জাতিকাদের উপর বৃহস্পতি গোচরের প্রভাব:
জ্যোতিষ শাস্ত্র অনুসারে, বৃহস্পতি কুম্ভ রাশির দ্বিতীয় ঘরে প্রবেশ করবে। যা কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ ফল বয়ে আনবে। এর ফলে তাঁদের ধনপ্রাপ্তির যোগও তৈরি হবে। কর্মক্ষেত্রেও প্রশংসা পাবেন এই রাশির জাতক-জাতিকারা। শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত মানুষজনদের জন্য উপকারী ফল এনে দেবে বৃহস্পতির গোচর।
কর্কট রাশির জাতক-জাতিকাদের উপর বৃহস্পতি গোচরের প্রভাব:
কর্কট রাশির নবম ঘরে গোচর করবে বৃহস্পতি গ্রহ। এই রাশির জাতক-জাতিকাদের সহায় থাকবে ভাগ্য। বৃহস্পতি যখন পুরোপুরি ভাবে গোচর করবে, তখন এই রাশির জাতক-জাতিকাদের আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে। সেই সঙ্গে থাকবে লাভের যোগও। এমনকী বিদেশি ব্যবসা থেকে লাভবান হওয়ারও সম্ভাবনা প্রবল।
আরও পড়ুন- অভিনব উপায়ে গ্যাসের সমস্যা সারিয়ে তোলেন এই ‘ডাক্তার’! ভাইরাল ভিডিও দেখে তাজ্জব নেটদুনিয়া
মিথুন রাশির জাতক-জাতিকাদের উপর বৃহস্পতি গোচরের প্রভাব:
বৃহস্পতি মিথুন রাশির দশম ঘরে প্রবেশ করবে। এর ফলস্বরূপ মিথুন রাশির জাতক-জাতিকাদের জীবনে ভাল সময় আসতে চলেছে। চাকরিজীবীদের ক্ষেত্রে নয়া চাকরির সুযোগ মিলতে পারে। এমনকী পদোন্নতির যোগও প্রবল। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্যও ভাল সময় সুযোগ আসছে। আচমকাই ধন-সম্পদ লাভের যোগ প্রবল।
কলা গাছের পুজো করতে হবে:
বৃহস্পতিকে দেবতাদের গুরু হিসেবে উপাধি দেওয়া হয়েছে। তিনি সোনার মুকুট এবং সুন্দর মালা পরে থাকেন। তিনি পীত বস্ত্র পরিধান করেন এবং পদ্মের উপর আসীন। তাঁর চারটি হাত রয়েছে। শাস্ত্র অনুসারে, বৃহস্পতি গ্রহ আসলে ভগবান ব্রহ্মার প্রতিনিধিত্ব করে। তাই মনে করা হয় যে, কলা গাছকে গুরু রূপে পুজো করলে মনের সমস্ত ইচ্ছেই পূরণ হবে।