TRENDING:

Janmashtami 2023 Chappan Bhog: জন্মাষ্টমীতে ভগবান কৃষ্ণের উদ্দেশ্যে ৫৬ ভোগ নিবেদন হয়, তালিকায় কোন কোন খাবার থাকে? জানুন

Last Updated:

Janmashtami 2023: ভগবান শ্রীকৃষ্ণের এই শুভ জন্মতিথির এক বিশেষ গুরুত্ব রয়েছে হিন্দু সংস্কৃতিতে। এই পুণ্যতিথিতে ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে ছাপ্পান্ন ভোগ নিবেদন করে থাকেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ সারা দেশ জুড়ে মহাসমারোহে পালিত হচ্ছে জন্মাষ্টমী। আর ভগবান শ্রীকৃষ্ণের এই শুভ জন্মতিথির এক বিশেষ গুরুত্ব রয়েছে হিন্দু সংস্কৃতিতে। এই পুণ্যতিথিতে ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে ছাপ্পান্ন ভোগ নিবেদন করে থাকেন। এই তালিকায় থাকে নানা ধরনের পানীয়, খাদ্যশস্য, ফল, ড্রাই ফ্রুটস এবং মিষ্টি। আর এই ছাপ্পান্ন ভোগ প্রস্তুত করার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি গভীর শ্রদ্ধা-ভক্তি প্রদর্শন করে তাঁরা।
ছাপান্ন ভোগ।
ছাপান্ন ভোগ।
advertisement

জন্মাষ্টমীতে ছাপ্পান্ন ভোগের তাৎপর্য:

কথিত আছে, একবার বৃষ্টি এবং বজ্রের দেবতা দেবরাজ ইন্দ্র ক্রুদ্ধ হয়েছিলেন। যার ফলে গোকুলে অবিরাম বারিধারা ঝরতে শুরু করে। এর ফলে বন্যা এবং ধ্বংসলীলা শুরু হয়ে যায়। গোকুলকে রক্ষা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ নিজের কড়ে আঙুলের ডগায় বিশালাকার গোবর্ধন পর্বত ধারণ করেছিলেন। এর ফলে গোকুলবাসী বৃষ্টি এবং বজ্রের হাত থেকে রক্ষা পান।

advertisement

আরও পড়ুনঃ আগামী ৪৮ ঘণ্টা কেমন থাকবে আবহাওয়া, বড় আপডেট হাওয়া অফিসের

ভক্তদের বিশ্বাস, টানা ৭ দিন ধরে সেই বিশালাকার পর্বত ধারণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। যা একপ্রকার অলৌকিক ঘটনা। আজও মানুষ তা মনে রেখেছে। অবশেষে দেবরাজ ইন্দ্র নিজের ক্রোধ ত্যাগ করেন। ফলে গোকুলের জনজীবন স্বাভাবিক হয়ে যায়। টানা ৭ দিন ধরে গোবর্ধন পর্বত ধারণের ফলে রোজকার ৮ বার করে খাওয়াদাওয়া করতে পারেননি ভগবান শ্রীকৃষ্ণ। ফলে কৃতজ্ঞতা জানাতে গোকুলবাসী তাঁর জন্য ছাপ্পান্ন ভোগের আয়োজন করেন। আর এই কারণেই যুগ যুগ ধরে ছাপ্পান্ন ভোগের মাধ্যমেই দেব-দেবীদের তুষ্ট করা হয়।

advertisement

আরও পড়ুনঃ মাধ্যমিক পাশ মহিলাদের চাকরির ব্যাপক সুযোগ! ৫০০ পদে শীঘ্রই নিয়োগ, রইল বিস্তারিত

ছাপ্পান্ন ভোগের মধ্যে থাকা খাবারের তালিকা:

১. মাখন-মিছড়ি

২. ক্ষীর

৩. রসগোল্লা

৪. জিরা লাড্ডু

৫. জিলাপি

৬. রাবড়ি

৭. মালপোয়া

৮. মোহনভোগ

৯. মুগ ডালের হালুয়া

১০. ঘেওয়ার

advertisement

১১. প্যাড়া

১২. কাজুবাদাম

১৩. আমন্ড

১৪. পেস্তা

১৫. এলাচ

১৬. পঞ্চামৃত

১৭. শক্করপারা

১৮. মঠরি

১৯. চাটনি

২০. মোরব্বা

২১. আম

২২. কলা

২৩. আঙুর

২৪. আপেল

২৫. প্লাম বা আলুবোখরা

২৬. কিশমিশ

২৭. পকোড়া

২৮. শাক

২৯. দই

৩০. ভাত

৩১. ডাল

৩২. কড়ী

৩৩. চিলা

৩৪. পাঁপড়

advertisement

৩৫. খিচুড়ি

৩৬. বেগুন

৩৭. লাউ

৩৮. পুরি

৩৯. টিক্কি

৪০. ডালিয়া

৪১. ঘি

৪২. মধু

৪৩. মাখন

৪৪. মালাই

৪৫. কচুরি

৪৬. রুটি

৪৭. ডাবের জল

৪৮. আমন্ড দুধ

৪৯. বাটার মিল্ক

৫০. শিকঞ্জি

৫১. ছানা

৫২. মিষ্টি ভাত

৫৩. ভুজিয়া

৫৪. সুপারি

৫৫. মৌরি

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

৫৬. পান

বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Janmashtami 2023 Chappan Bhog: জন্মাষ্টমীতে ভগবান কৃষ্ণের উদ্দেশ্যে ৫৬ ভোগ নিবেদন হয়, তালিকায় কোন কোন খাবার থাকে? জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল