দেখে নেওয়া যাক ইংরেজি O অক্ষর দিয়ে নাম শুরু হলে জীবন কেমন কাটে- কেউই একথা অস্বীকার করবেন না যে ব্যক্তির জীবনপথ গড়ে তোলে আদতে তাঁর চারিত্রিক গুণাবলী!
আরও পড়ুন: বাজেটে বেসরকারি কর্মীদের বাম্পার লাভ! চাকরি ছাড়লেও দূর হবে টেনশন
-নামের আদ্যাক্ষর O হলে জাতক-জাতিকা আত্মকেন্দ্রিক কিন্তু সাহসী হন। জীবনে বহু উত্থান-পতনের সাক্ষী থাকেন কিন্তু শেষ পর্যন্ত হাল ছাড়েন না। ব্যক্তিত্বের এই বৈশিষ্টই তাঁদের লো প্রোফাইল থেকে উপরে তুলে আনে।
advertisement
- এঁদের বন্ধুর পাশাপাশি প্রচুর শত্রুও তৈরি হয়। জীবনে বহুবার বিশ্বাস করে ঠকতে হয়। তবে সমস্যা সমাধানের নিজস্ব পন্থাই এঁদের জীবনের সম্পদ।
- আদ্যাক্ষর O হলে জীবনে উচ্চাকাঙ্ক্ষা থাকে। ধনী হওয়ার ইচ্ছে সঙ্গোপনে লালন করেন এঁরা। তবে মাঝেমধ্যে অস্থিরতায় ভুগতে হয়।
শুভ রঙ – আকাশি এবং সাদা।
ভাগ্য পেতে হলে নিজের কাছে সবসময় একটা সাদা রুমাল রাখতে হবে।
আরও পড়ুন: শুধু নির্মলা একা নন, বাজেট তৈরির নেপথ্যে রয়েছেন যে ৮ জন, চিনে নিন
আর যদি নাম শুরু হয় ইংরেজি P অক্ষর দিয়ে?
- নামের আদ্যাক্ষর P দিয়ে শুরু হলে জীবনে অপরিমেয় কষ্ট স্বত্বেও এঁরা বাইরে শান্ত থাকতে পারেন। অন্যকে আনন্দ দেওয়ার ক্ষমতা রয়েছে এঁদের। কারও প্রতি খারাপ মনোভাব পোষণ করেন না। এঁদের চিন্তাভাবনা বিশুদ্ধ। হাজার সমস্যার মধ্যেও অবিচল থাকতে পারেন।
- এঁরা জীবনে শান্তি চান। ঈশ্বরে বিশ্বাসী। কঠোরভাবে আচার নিয়ম মেনে চলেন। যে কোনও পরিস্থিতিতেই ইতিবাচক থাকতে পারেন। অন্যকে প্রভাবিত করার শক্তি রয়েছে এঁদের।
- কসমেটিক্স এবং বিলাসবহুল পণ্যের ব্যবসায় সাফল্য আসতে পারে।
শুভ রঙ - হলুদ এবং গোলাপি।
ভাগ্য পেতে ভগবান শিবের দুগ্ধাভিষেক করতে হবে।
নকল জুয়েলারির পরিবর্তে রুপো, সোনা বা হিরে পরলে ভাগ্য খুলবে।
বাড়ির উত্তর-পূর্ব দিকে কলসিতে জল রাখলে সাফল্য মিলবে।
গবাদি পশু বা গরিবদের দুধ দান করলে ভাগ্য প্রসন্ন হবে।
দুর্ভাগ্য এড়াতে আমিষ, মদ, তামাক এবং চামড়াজাত পণ্য এড়িয়ে চলা প্রয়োজন।