জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য (Horoscope Today, May 27, 2022) ৷
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। এই মুহূর্তে আপনার এনার্জি তুঙ্গে রয়েছে। আপনি অযথা অহংকার সরিয়ে রেখে সম্পর্কে মনোযোগ দিয়েছেন, এটি আনন্দের বিষয়। আজ মানসিক শান্তি বজায় থাকবে।
advertisement
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। আজ আপনার পরিচিত কেউ অসুস্থ হতে পারেন। পার্টনারের সঙ্গে আজ আপনি কোনও বিষয় সেলিব্রেট করতে পারেন। কর্মক্ষেত্রে সাফল্য পাবেন।
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। আজ আপনি খানিকটা ক্লান্তি বোধ করতে পারেন। পার্টনারকে নিয়ে খানিকটা মতপার্থক্য থাকতে পারে। যে কোনও কাজই আজ সুষ্ঠু ভাবে সম্পন্ন হবে।
আরও পড়ুন-সম্পর্ক হবে অটুট ও শরীরও থাকবে সুস্থ; সঙ্গমের আগে এবং পরে মেনে চলতে হবে এই ভাল অভ্যেসগুলো
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। নতুন কোনও ডায়েট শুরু করার জন্য দিনটি আদর্শ। আর্থিক বিষয়ে আজকের দিনটি শুভ।
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২। আজ অকারণে বিরক্তি বোধ হতে পারে। সম্পর্কে যত্ন ও বিনয়ী মনোভাব আনতে হবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ভাল।
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। কফি খাওয়ার অভ্যেস আপনার হার্টের জন্য ভালো ফলদায়ক। পছন্দের মানুষের সঙ্গে আনন্দে সময় কাটবে। চেষ্টা করুন বাজেটের মধ্যে চলতে।
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। অন্যের স্বাস্থ্যের খেয়াল নেওয়ার আগে নিজের স্বাস্থ্যের যত্ন নিন। সম্পর্কে সামান্য সমস্যা হতে পারে। যোগাযোগের ক্ষেত্রে সতর্ক থাকুন।
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। সম্পর্কের ক্ষেত্রে আপনি বিভ্রান্তকর অবস্থার মধ্যে রয়েছেন। কেরিয়ারে পরিবর্তন করতে চাইলে আদর্শ সময়।
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। ডিসিপ্লিন মেনে কাজ করুন। সম্পর্কে অন্যের এবং নিজের সীমারেখা বুঝে চলতে চেষ্টা করুন। দিনের শুরুটা আজ চমৎকার হবে।
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। আজ ভাগ্য আপনার সহায় থাকবে। পার্টনারের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্য আজকের দিনটি ভাল। আজ বেশ কিছু মানুষের চাহিদার মুখোমুখি হতে পারেন।
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। আজ আপনার স্বাস্থ্য চমৎকার থাকবে। সম্পর্ককে আরও জোরদার বানাতে রোজকার রুটিন বদলান। কর্মক্ষেত্রে আজ ভাল ভাবে যোগাযোগ রক্ষা করতে সক্ষম হবেন।
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। আপনার শরীর বর্তমানে চমৎকার কাজ করে চলেছে। আপনি আজ জল্পনা-কল্পনার মেজাজে রয়েছেন। তবে সময়ে কাজ শেষ করার চেষ্টা করুন।