জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য (Horoscope Today, May 16, 2022) ৷
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। আজ নিজের বুদ্ধি এবং পরিশ্রমে বড় কোনও অর্থনৈতিক সাফল্য অর্জন করতে চলেছেন, তবে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে।
advertisement
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। প্রয়োজন বুঝে পরিকল্পনা অনুযায়ী কাজ করলে তবেই সফল হবেন, বয়স্ক কারও পরামর্শ আজ কাজে আসবে।
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। আজ একসঙ্গে অনেক কাজ সামলাতে হিমসিম খেতে হবে, এমন কিছু করবেন না যাতে পরে অনুশোচনায় পড়তে হয়।
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। কর্মক্ষেত্রে আজ অনেকের রূঢ় আচরণের মুখে পড়তে হতে পারে, তবে সব কাজেই পরিবারের সমর্থন লাভ করবেন।
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২। বহু দিন ধরে পরিকল্পনা করে রাখা কাজ শুরুর পক্ষে আজকের দিন আদর্শ, মাথা ঠান্ডা রেখে এগিয়ে গেলে সাফল্য মিলবে।
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। তাড়াহুড়ো করলে আজ কোনও কাজই ঠিকমতো হবে না, আজ বুঝে-শুনে কথা বলা জরুরি, সংযত আচরণও কাম্য।
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। জেদ ধরে বসে থাকলে আজ কাজ হবে না, বরং খোলা মনে পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারলেই সুবিধা হবে।
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আজ আলোচনা করলে আখেরে সুবিধাই হবে, সেখান থেকেই বেরিয়ে আসবে সমাধান।
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। অস্থির আচরণ এবং অশান্ত মেজাজে কোনও কাজ হয় না- এটা বুঝে আজ নিজেকে শান্ত রাখলে তবেই লাভ হবে।
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। পরিবার এবং ভবিষ্যতের কথা ভেবে বিচক্ষণের মতো খরচ করা প্রয়োজন, সেই মতো অর্থনৈতিক লক্ষ্য স্থির করুন।
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। কাজ আজ ঠিক সময়ে শেষ হবে না, মন খারাপ না করে ধৈর্য ধরলে তবেই ভবিষ্যতে সুরাহা হবে সমস্যার।
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। পরামর্শ ঠিক হলেও ঔদ্ধত্যের জন্য আজ অন্যরা আপনাকে খারিজ করে দেবেন, তাই আজ বিনয়ী হওয়া প্রয়োজন।