TRENDING:

Horoscope Today: রাশিফল ১৪ ফেব্রুয়ারি; দেখে নিন কেমন যাবে আজকের দিন

Last Updated:

Horoscope Today, February 14, 2022 (Ajker Rashifal): জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন (Sun Sign)। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা (Horoscope Today)।
রাশিফল ১৪ ফেব্রুয়ারি: দেখে নিন কেমন যাবে আজকের দিন!
রাশিফল ১৪ ফেব্রুয়ারি: দেখে নিন কেমন যাবে আজকের দিন!
advertisement

জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য (Horoscope Today, February 14, 2022) ৷

মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। অন্যের কাছে নিজেকে বোধগম্য করতে গিয়ে বেশি সময় নষ্ট না করাই ভালো। সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত মানুষদের অর্থনৈতিক দিকটি বেশ ভালো যাবে।

advertisement

বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। কোনও ভুল খবর দ্বারা প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থকড়ি নিয়ে ও কাজের জায়গায় বেশ আত্মবিশ্বাসী মনোভাব থাকবে।

মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। মন বেশ ড্রামাটিক থাকবে। আকস্মিক ভাবে ভালো কাজের সুযোগ আসবে। পার্টনারের সঙ্গে বেশ ভালো সময় কাটবে।

advertisement

কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। আজ মারাত্মক ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে। কাজের ক্ষেত্রে দারুণ সুযোগ আসতে পারে। পার্টনারের সঙ্গেও দিনটি দারুন কাটবে।

আরও পড়ুন-ভাবতেই ভয়, দেখলে কী হবে! বিশ্বের সবচেয়ে বিষাক্ত সাপের ডিমের ছবিতে তোলপাড় সোশ্যাল মিডিয়া!

সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২। অত্যাধিক ইমোশনাল হওয়ার কারণে আজ সাহায্যের প্রয়োজন হতে পারে। অর্থনৈতিক ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকছে।

advertisement

কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। নিজের মতামত শেয়ার করলে আজ বাহবা মিলতে পারে। বড় কোনও ক্লায়েন্টের সঙ্গে মিটিং হতে পারে। পার্টনারের সঙ্গে ভালো সময় কাটবে।

তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। বেশ হাসিখুশি চরিত্রের কারণে অনেকেই আজ আকর্ষিত হবেন। কাজের সূত্র ধরে ভালো কোনও খবর আসতে চলেছে।

advertisement

বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২। কাজের জায়গায় বেশ ভালো সাহায্য মিলবে। কাছের মানুষের সঙ্গে ভালো সময় কাটবে। তবে শরীর নিয়ে আরও সচেতন হতে হবে।

ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। বাস্তব এবং পরিকল্পনার মধ্যে সমত্যা বজায় রেখে চলতে হবে। কাজের সূত্রে ভ্রমণের সুযোগ রয়েছে। সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আদর্শ দিন।

মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। আজ নিজেকে বেশ তরতাজা মনে হবে। নতুন প্রজেক্ট নিয়ে বেশ অনেকটা সময় কেটে যাবে। পার্টনারকে ইমপ্রেস করার এটিই সেরা সময়।

কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। আজ ভালো এবং মন্দ নিয়ে মাইন্ড গেম খেলার মনোভাব থাকবে। নানান কাজে বিভ্রান্ত থাকায় কাজের জায়গায় বাধা পড়তে পারে।

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। নিজের আরও যত্ন নিতে হবে। কোনও কাজ শুরুর জন্য আদর্শ দিন। পার্টনারের সঙ্গে ভালো সময় কাটাবে।

বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Horoscope Today: রাশিফল ১৪ ফেব্রুয়ারি; দেখে নিন কেমন যাবে আজকের দিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল