জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য (Horoscope Today, April 19, Tuesday) ৷
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। আজ নতুন কিছুর সূচনা হতে পারে। যে কোনও কাজই ধীরে ধীরে সময় নিয়ে পূরণ করতে হবে।
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। বাইরের চাপ ও কাজের চাপে আপনার ব্যক্তিগত সম্পর্ক প্রভাবিত হতে পারে। বিনিয়োগ সংক্রান্ত মামলায় বিশেষ নজর দিন।
advertisement
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। আজ রাতে ঘনিষ্ঠদের সঙ্গে ডিনারের প্ল্যান হতে পারে। কর্মক্ষেত্রে বেশ উপভোগ্য পরিবর্তন আসতে চলেছে।
আরও পড়ুন-চটপট ওজন কমাতে চান? সকালে খালি পেটে খেতে হবে জিরে-ধনে-মৌরির জল, দেখুন পদ্ধতি
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। আপনাকে পার্টনারের ভালোর জন্যই তাঁর বিরুদ্ধে যেতে হতে পারে। আপনি কর্মক্ষেত্রে দারুন কাজ করেছেন এবং তার জন্য প্রশংসিতও হবেন।
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২। আপনি আজ নতুন বন্ধুত্বের আস্বাদ পেতে পারেন। কর্মজীবনের স্বাভাবিক ছন্দ থেমে গিয়েছে বলে প্রাথমিক ভাবে মনখারাপ থাকতে পারে।
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। আপনি আজ সম্পর্কের ক্ষেত্রে আক্রমণাত্মক হয়ে উঠতে পারেন। যাঁরা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য দিনটি খুব একটা শুভ নয়।
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। আজ অত্যন্ত সৌভাগ্যপূর্ণ দিন। আজ আপনার মনের মানুষের সঙ্গে সাক্ষাৎ হতে পারে।
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। আপনার পার্টনারের ব্যবহার দেখে আজ আপনি মনঃক্ষুণ্ণ হতে পারেন। আজ অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি ঘটতে পারে।
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। আজকের দিনটি রোম্যান্সের জন্য একেবারে উপযুক্ত। তবে প্রয়োজনীয় লক্ষ্যপূরণ হতে আপনার সময় লাগবে।
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। আপনি এতদিন ধরে স্বল্পকালীন সম্পর্কে আটক থাকলেও আজ প্রত্যাশিত মানুষকে খুঁজে পেতে পারেন। তবে কাজের জায়গায় ভুল বোঝাবুঝি হতে পারে।
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। শুধুমাত্র সম্পর্কে আছেন বলেই সম্পর্ককে বয়ে বেড়াতে হবে এমন কোনও কথা নেই- আজ সে বিষয়ে চোখ খুলবে।
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। আজ আপনার রোম্যান্টিক সম্পর্ক আবার উজ্জীবিত হয়ে উঠতে পারে। আজকের দিন কাজের জন্যেও বেশ শুভ।