জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য ৷
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। সমস্যা নিয়ে বিব্রত হয়ে না থেকে আজ স্পষ্ট ভাবে মনের কথা বলতে হবে, সমাধান বেরিয়ে আসবে সেখান থেকেই।
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। আজ নানা রকম বিষয়ে অনেকের সঙ্গে মতবিনিময়ের সুযোগ আসবে, তবে সিদ্ধান্ত নিতে হবে আপনাকেই।
advertisement
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। আবেগপ্রবণতা আজ কাজের পথে বাধা হয়ে দাঁড়াবে, বিশেষ ভাবে কোনও দিকে মন না দিলে আজ সুবিধা হবে।
আরও পড়ুন-সাংঘাতিক কাণ্ড ! একটা সাপ মারতে গিয়ে নিজের সাত কোটি টাকার বাড়ি পুড়িয়ে ফেললেন ব্যক্তি
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। আজ তুচ্ছাতিতুচ্ছ ব্যাপারেও মেজাজ সামলে রাখা কঠিন হবে, বেফাঁস কোনও মন্তব্য না করাই উচিত হবে৷
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২। আজ অকারণে অস্থিরতা গ্রাস করবে, মন শান্ত রাখার একমাত্র উপায় হল কাজে সম্পূর্ণ মনোযোগ দেওয়া।
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। আজকের দিন ভালো ভাবে কাটানোর মন্ত্র একটাই- সমমনস্কদের সঙ্গে প্রাণ খুলে পছন্দের বিষয়ে আলোচনা৷
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। আজ নির্দিষ্ট কোনও পথ বেছে নিতে অসুবিধা হলে সবগুলো নিয়েই ভেবে দেখুন, ঠিকটা বেরিয়ে আসবে।
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। পারস্পরিক আলোচনার মধ্যে দিয়ে আজ সমস্যার সমাধান হবে, সম্পর্ক হয়ে উঠবে আরও মজবুত।
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। স্বতস্ফূর্ত ভাবে না হলে আজ কাজে হাত দেবেন না, তাতে পরিস্থিতি কেবল জটিলতর হবে।
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। সব আটঘাট বেঁধে, ভবিষ্যতের সুরক্ষা সুনিশ্চিত করে তবেই আজ কাজের ব্যাপারে সিদ্ধান্ত নিন।
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। যুক্তি আজ কোনও পথ দেখাতে পারবে না, নিজের মন যা বলছে তা শুনলে আখেরে লাভ হবে।
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। আজ ধরাবাঁধা গণ্ডির মধ্যে আটকে না থেকে নিজেকে ছড়িয়ে দিতে হবে নানা দিকে, তাতেই সাফল্য মিলবে।