জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। আজ যতই উদ্বিগ্ন হন, কাউকে কড়া কথা বলবেন না, তা সম্পর্ক নষ্ট করবে।
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। আজ অধস্তন কর্মীদের সাহায্যে নিজের লক্ষ্যে পৌঁছবেন, অন্যের উপকার পাবেন।
advertisement
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। আজ সহকর্মীরা সহযোগিতা করবেন না, মেজাজ সামলে রাখুন যে ভাবেই হোক।
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পাবে, হাতে নেওয়া কাজ নিমেষে শেষ হয়ে যাবে।
আরও পড়ুন- এই রাশির জাতক-জাতিকাদের শত্রুতা জন্মগত, আপনার পক্ষে ক্ষতিকর কে?
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২। আজ স্বাস্থ্য নিয়ে সমস্যা দেখা দেবে, বন্ধুরা সহযোগিতা করবেন না।
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। আজ কোনও সুখবর পাবেন, কর্মজীবন এবং ব্যক্তিগত জীবন সুখময় হবে!
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। আজ কর্মক্ষেত্রে প্রতিবন্ধকতা কাটিয়ে চলতে হবে, পরিবারে সম্মান বাড়বে।
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। আজ সারা দিন কাজের চাপ থাকবে, তাই মাথা ঠাণ্ডা রাখা দরকার।
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। সহকর্মীরা আজ আপনার উপরে নির্ভর করবে, তাই বিরক্ত হলে চলবে না।
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। আজ কর্মজীবনে নতুন সুযোগ আসতে চলেছে, চাকরি বদলের সম্ভাবনা আছে।
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। আজ প্রতি পদক্ষেপে অন্যে খুঁত ধরবে, দিন কাটবে কাজের চাপে।
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। দূরদর্শীর পরামর্শ আজ উপেক্ষা করবেন না, অন্যথায় সমস্যা বাড়বে।