TRENDING:

Horoscope Today: রাশিফল ২০ অক্টোবর; দেখে নিন কেমন যাবে আজকের দিন

Last Updated:

Horoscope Today, 20 October 2022: জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।
রাশিফল ২০ অক্টোবর; দেখে নিন কেমন যাবে আজকের দিন
রাশিফল ২০ অক্টোবর; দেখে নিন কেমন যাবে আজকের দিন
advertisement

জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য ৷

মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।

আজ আচমকা কোনও ঘটনার জেরে নিজেকে পরাজিত মনে হতে পারে, হাল ছাড়বেন না, হাতের কাজ শেষ করুন, সাফল্য যথাসময়ে আসবে।

বৃষ : এপ্রিল ২০ থেকে মে ২০।

advertisement

অর্থনৈতিক অবস্থা এবার কূটনীতিজ্ঞর মতো ঠান্ডা মাথায় বিবেচনা করতে হবে, অত্যধিক খরচে রাশ টানুন, এব্যাপারে পরিবারের মতও উপেক্ষা করবেন না।

মিথুন: মে ২১ থেকে জুন ২০।

আজকের দিনটি আনন্দের মধ্যে দিয়ে কাটবে, পুরনো বন্ধুদের সঙ্গে দেখা বা কথা হওয়ার সম্ভাবনা রয়েছে, আর্থিক অবস্থাও দিনের সঙ্গে সঙ্গে উন্নত হবে।

advertisement

কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।

সিদ্ধান্তহীনতার মনোবৃত্তি এবার সমস্যায় ফেলতে চলেছে, তাই নিজেকে শক্ত করতে হবে, পুরনো কাজ শেষ না করলে নতুন কাজের দিকে এগোতে পারবেন না আজ।

সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।

ঘনিষ্ঠ কেউ আজ আবেগপ্রবণ হয়ে পড়লে তার আচরণে দোষ খুঁজবেন না, বরং নিজেকে শান্ত রাখুন, ধৈর্য ধরলে সব সমস্যারই সমাধান সম্ভব হবে।

advertisement

আরও পড়ুন- অমঙ্গলের আশঙ্কা দূর অস্ত! সুখ-সমৃদ্ধি উপচে পড়বে এই সব রাশির জাতক-জাতিকাদের জীবনে, জানুন কীভাবে

কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।

অন্যদের সঠিক যুক্তিও আপনি শুনতে চান না, আজ ভুল যুক্তি না-ই বা মানলেন, নিজের মন যা বলছে সেটাই করুন, এতেই আজ সাফল্য আসবে।

advertisement

তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।

ঘনিষ্ঠ বৃত্তের কারও বিয়ের খবরে আনন্দের পরিবেশ তৈরি হতে পারে আজ, সম্পর্ককে এবার পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার জন্য তৈরি হন, সেই সময় এসেছে।

বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।

অতীতের কারও সঙ্গে আজ দেখা হওয়ার সম্ভাবনা আছে, যিনি আপনার ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন, তাই কারও দেখা পেলে অবহেলা করবেন না।

ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।

আজ কর্মক্ষেত্র থেকে পরিবার সর্বত্র সমাদর পাবেন, স্বভাবজাত সততার গুণে প্রশংসা মিলবে, তবে যে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে আজ সব দিক খতিয়ে দেখুন।

মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।

ঘনিষ্ঠ কারও দোষ নিজের কাঁধে নেওয়ার আগে ভাল করে ভাবুন, তা আইনি সমস্যায় গড়াতে পারে, বিশেষ কোনও ঘটনা আজ জীবনের মোড় ঘুরিয়ে দিতে চলেছে।

কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।

অপ্রত্যাশিত কোনও ঘটনার জেরে আজ কাজের চাপ বাড়বে, সে পরিবার হোক বা কর্মক্ষেত্র, হতাশ না হয়ে কাজ চালিয়ে যান, সহজেই তা শেষ করতে পারবেন লেগে থাকলে।

মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

কর্মক্ষেত্র হোক বা পরিবার- কোনও কিছুতে প্রতিশ্রুতিবদ্ধ থাকলে আজ তা পালন করতেই হবে, এর জন্য আনন্দ ত্যাগ করতে হতে পারে, তবে ভবিষ্যতে উপকারই হবে।

বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Horoscope Today: রাশিফল ২০ অক্টোবর; দেখে নিন কেমন যাবে আজকের দিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল