জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য ৷
মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।
আজ মূলত আধ্যাত্মিকতা মন জুড়ে থাকবে, ধর্মীয় স্থানে ভ্রমণ বা এই সংক্রান্ত গ্রন্থপাঠে সময় কাটতে পারে, এর মধ্যেই মানসিক শান্তি মিলবে।
বৃষ : এপ্রিল ২০ থেকে মে ২০।
advertisement
প্রয়োজন এবং পরিস্থিতি অনুসারে আজ সব পরিকল্পনাও বদলে বদলে চলতে হবে, বিশেষ কোনও কাজের জন্য অন্য সব কাজ ছাড়তে হবে।
মিথুন: মে ২১ থেকে জুন ২০।
জমে থাকা কাজ আজ ঘাড় থেকে নামিয়ে দিন, একবার বসে পড়লেই ঝড়ের গতিতে তা সম্পন্ন হবে, অহেতুক দুশ্চিন্তা করবেন না।
কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।
ঘনিষ্ঠ কারও পরামর্শে আজ বিনিয়োগ করতে পারেন, এর থেকে ভবিষ্যতে লাভের সম্ভাবনা আছে, জীবন এবার নতুন দিকে এগোতে চলেছে।
সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।
আর্থিক দিক থেকে আজ ভারসাম্য বজায় থাকবে, কোনও বিনিয়োগ করবেন না, নিজের স্বাস্থ্যের এবার বিশেষ যত্ন নেওয়ার প্রয়োজন রয়েছে।
কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।
বন্ধুদের সঙ্গে ভুল বোঝাবুঝি মিটবে আজ, ধার দেওয়া টাকা ফেরত আসতে পারে, পছন্দের খাওয়াদাওয়ার মধ্যে দিয়ে দিন কাটতে চলেছে।
তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।
ভালোবাসা, ঘৃণা দুই আজ মনে একই রকম বলবান হবে, অতএব মিশ্র ধারণা নিয়ে এখনই কারও সম্পর্কে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন না।
বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।
কর্মক্ষেত্রে অক্লান্ত পরিশ্রমের জন্য নগদ অর্থপ্রাপ্তি হতে পারে, উচ্ছ্বাসের বশে কেনাকাটায় তার অপচয় না করাই ভাল হবে।
ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।
আজ নিজের মতে অনড় থাকুন, কারও কোনও যুক্তিই শুনবেন না, চোখ-কান খোলা রাখুন, অচিরেই এর জন্য বড়সড় পুরস্কার মিলবে।
আরও পড়ুন- আজ মমতার বিধানসভা কেন্দ্রে বিজয়া সম্মিলনীকে ‘কর্পোরেট সম্মিলনী’ বলে কটাক্ষ শুভেন্দুর
মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।
আজ কর্মক্ষেত্রে সাফল্যের ইঙ্গিত থাকলেও সহকর্মী বা অংশীদারদের কাছে নিজের অবস্থান স্পষ্ট করুন, না হলে পরে সমস্যা বাড়বে।
কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।
দৃঢ়প্রতিজ্ঞ হয়ে এক মনে নিজের কাজ আজ করে যান, আত্মবিশ্বাস ঠিক রাখতে পারলে সব বাধা তুচ্ছ হবে, সর্বত্র সাফল্যলাভ হবে।
মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।
নিজের যুক্তি থেকে আজ নড়বেন না, তা বলে অন্যরা আঘাত পান এরকম কিছু করে বসবেন না, নয় তো পরে পস্তাতে হতে পারে।