TRENDING:

Horoscope Today: রাশিফল ১৩ অক্টোবর; দেখে নিন কেমন যাবে আজকের দিন

Last Updated:

Horoscope Today, 13 October 2022: জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।
রাশিফল ১৩ অক্টোবর; দেখে নিন কেমন যাবে আজকের দিন
রাশিফল ১৩ অক্টোবর; দেখে নিন কেমন যাবে আজকের দিন
advertisement

জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য ৷

মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।

আজ মূলত আধ্যাত্মিকতা মন জুড়ে থাকবে, ধর্মীয় স্থানে ভ্রমণ বা এই সংক্রান্ত গ্রন্থপাঠে সময় কাটতে পারে, এর মধ্যেই মানসিক শান্তি মিলবে।

বৃষ : এপ্রিল ২০ থেকে মে ২০।

advertisement

প্রয়োজন এবং পরিস্থিতি অনুসারে আজ সব পরিকল্পনাও বদলে বদলে চলতে হবে, বিশেষ কোনও কাজের জন্য অন্য সব কাজ ছাড়তে হবে।

আরও পড়ুন- পুজোয় বই বিক্রি করে 'রেকর্ড' আয় ! আলিমুদ্দিনের তরফে সব জেলা কমিটির কাছে প্রফর্মা পাঠিয়ে তথ্য তলব 

মিথুন: মে ২১ থেকে জুন ২০।

advertisement

জমে থাকা কাজ আজ ঘাড় থেকে নামিয়ে দিন, একবার বসে পড়লেই ঝড়ের গতিতে তা সম্পন্ন হবে, অহেতুক দুশ্চিন্তা করবেন না।

কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।

ঘনিষ্ঠ কারও পরামর্শে আজ বিনিয়োগ করতে পারেন, এর থেকে ভবিষ্যতে লাভের সম্ভাবনা আছে, জীবন এবার নতুন দিকে এগোতে চলেছে।

সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।

advertisement

আর্থিক দিক থেকে আজ ভারসাম্য বজায় থাকবে, কোনও বিনিয়োগ করবেন না, নিজের স্বাস্থ্যের এবার বিশেষ যত্ন নেওয়ার প্রয়োজন রয়েছে।

কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।

বন্ধুদের সঙ্গে ভুল বোঝাবুঝি মিটবে আজ, ধার দেওয়া টাকা ফেরত আসতে পারে, পছন্দের খাওয়াদাওয়ার মধ্যে দিয়ে দিন কাটতে চলেছে।

তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।

advertisement

ভালোবাসা, ঘৃণা দুই আজ মনে একই রকম বলবান হবে, অতএব মিশ্র ধারণা নিয়ে এখনই কারও সম্পর্কে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন না।

বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।

কর্মক্ষেত্রে অক্লান্ত পরিশ্রমের জন্য নগদ অর্থপ্রাপ্তি হতে পারে, উচ্ছ্বাসের বশে কেনাকাটায় তার অপচয় না করাই ভাল হবে।

ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।

আজ নিজের মতে অনড় থাকুন, কারও কোনও যুক্তিই শুনবেন না, চোখ-কান খোলা রাখুন, অচিরেই এর জন্য বড়সড় পুরস্কার মিলবে।

আরও পড়ুন- আজ মমতার বিধানসভা কেন্দ্রে বিজয়া সম্মিলনীকে ‘কর্পোরেট সম্মিলনী’ বলে কটাক্ষ শুভেন্দুর 

মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।

আজ কর্মক্ষেত্রে সাফল্যের ইঙ্গিত থাকলেও সহকর্মী বা অংশীদারদের কাছে নিজের অবস্থান স্পষ্ট করুন, না হলে পরে সমস্যা বাড়বে।

কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।

দৃঢ়প্রতিজ্ঞ হয়ে এক মনে নিজের কাজ আজ করে যান, আত্মবিশ্বাস ঠিক রাখতে পারলে সব বাধা তুচ্ছ হবে, সর্বত্র সাফল্যলাভ হবে।

মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

নিজের যুক্তি থেকে আজ নড়বেন না, তা বলে অন্যরা আঘাত পান এরকম কিছু করে বসবেন না, নয় তো পরে পস্তাতে হতে পারে।

বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Horoscope Today: রাশিফল ১৩ অক্টোবর; দেখে নিন কেমন যাবে আজকের দিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল