জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য ৷
মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।
কর্মজীবনে উন্নতির বিশেষ সুযোগ এলে সময়ের পুরোটা সেখানেই দিতে হবে, তাই আজ পরিবারকে সময় দিন, পরে কাজের চাপে মাথা তুলতে পারবেন না।
বৃষ : এপ্রিল ২০ থেকে মে ২০।
advertisement
কাছের কেউ আপনার পরিকল্পনা নিজের বলে চালিয়ে কর্মক্ষেত্রে উন্নতি করতে চাইবেন, তাই আজ গোপন কোনও কথাই কারও সঙ্গে ভাগ করবেন না।
মিথুন: মে ২১ থেকে জুন ২০।
দিনের পুরোটা আবেগপ্রবণতা আর কথা কাটাকাটির মধ্যে দিয়ে যাবে, তবে সন্ধ্যে থেকে মাথা সাফ হবে, তখন বাস্তববাদী যুক্তিতে সব বিচার করতে পারবেন।
কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।
নিরাপত্তাহীনতার কারণে আজ আত্মবিশ্বাসের অভাব হবে, ফিরে পেতে স্রোতের বিপরীতে নয়, বরং টানে সবার সঙ্গে এগিয়ে চলুন, লাভ তাতেই হবে।
সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।
আত্মবিশ্বাস ভাল ব্যাপার, তবে সবসময়ে আপনার যুক্তি সঠিক নাও হতে পারে, তাই অন্যরা কে কী বলছেন, সেটাও আজ ভেবে দেখার দরকার আছে।
কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।
মনকে শক্ত করুন, যা বিশ্বাস করেন না তা অন্যদের কথায় মেনে নেবেন না, যথাযথ বুদ্ধি খাটালে যে কোনও পরিস্থিতি জয় করতে পারবেন আজ।
তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।
আজ সবাই আপনার স্বভাবজাত গুণে আকর্ষিত হবেন, আপনার কাজ হল এদের মধ্যে থেকে গোপন শত্রু খুঁজে বের করা, জীবন তাহলে সহজ হবে।
বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।
জোর করে অন্যের ওপরে নিজের মত চাপিয়ে দেবেন না, অপ্রত্যাশিত কোনও খবরের জন্য আজ নিজেকে তৈরি রাখলে পরিস্থিতি সহজ হবে।
ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।
আজকের দিন কাটবে মতান্তরে, সেটা অন্যদের জন্য না কি নিজের কারণে, এটা বুঝে উঠতে পারলে সব সমস্যার সমাধান সম্ভব হবে।
মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।
আপনি নিজে যেমন, কাছের কেউও তেমনই আবেগপ্রবণ হয়ে আছেন, এক্ষেত্রে সততার সঙ্গে কথোপকথনের উদ্যোগ আপনাকেই নিতে হবে।
কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।
জমে থাকা কাজ এবার শেষ করতে হবে, নতুন সুযোগ এলেও আজ আপনি পরিচিত বৃত্তের বাইরে যেতে স্বস্তিবোধ করবেন না।
মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।
উদ্যোগী হলে তবেই লক্ষ্মীলাভ হয়- একথা আজ ভুলবেন না, স্বভাবে না থাকলেও আজ যেচে প্রথম পদক্ষেপ নেওয়া দরকার।