TRENDING:

সতর্ক হয়ে কথা না বললেই... ২৫জানুয়ারি 'বিশেষ' সাবধান বাণী এই রাশির জন্য! কি বলছে আপনার রাশিফল?

Last Updated:

Horoscope: জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।
রাশিফল ২৫ জানুয়ারি: দেখে নিন কেমন যাবে আজকের দিন!
রাশিফল ২৫ জানুয়ারি: দেখে নিন কেমন যাবে আজকের দিন!
advertisement

জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!

মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।

সতর্ক হয়ে কথা না বললে সম্মানহানির সম্ভাবনা, সমালোচনায় না জড়ানো উচিত হবে।

বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০।

আত্মবিশ্বাস কঠিন পরিস্থিতে টাল খেতে পারে- তবে এই সময় দীর্ঘস্থায়ী হবে না।

advertisement

মিথুন: মে ২১ থেকে জুন ২০।

অতীতে কাজে দিয়েছে এমন পদ্ধতি কর্মক্ষেত্রে প্রয়োগ করলে সুফল মিলবে।

কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।

সাহায্য নিতে দ্বিধা করলে চলবে না, অহং বর্জন করা একান্ত দরকার।

আরও পড়ুন: ঠোঁটে কী রঙ লাগাবেন? চোখের সাজে কোন বদল? কোন তারে বাধা হবে মেক-আপের সংজ্ঞা! জেনে নিন খুঁটিনাটি!

advertisement

সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।

কঠিন পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি, উদ্বেগ ঝেড়ে কাজে লাগতে হবে।

কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।

অন্যকে পূর্ণ আস্থাই আপাতত সঙ্কট থেকে উদ্ধার করতে পারে!

তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।

অনেক দিন পরে স্বস্তি আসবে জীবনে, তবে পরিশ্রম পিছু ছাড়বে না।

বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।

advertisement

ষষ্ঠেন্দ্রিয়র ওপরে আস্থা রেখে সিদ্ধান্ত নিলে এবার ঠকতে হবে না।

ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।

দিন দ্বিধা এবং পরস্পর বিরোধী তথ্যে কাটবে, শান্ত থাকা একান্ত কাম্য।

মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।

নিজের চেয়ে অন্যের আবেগকে প্রাধান্য দিতে হবে, পরিবর্তন আসবে জীবনে।

আরও পড়ুন: ৯০% মানুষ ডাঁহা ফেল! আপনিও কি 'Curd' আর 'Yogurt'-এর পার্থক্য বোঝেন না? এইভাবে চিনে নিন! বোঝান অন্যকেও

advertisement

কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।

নানা পরিকল্পনা মাথায় খেলবে, অতএব কোনও সিদ্ধান্তে আসা উচিত হবে না।

মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।

সেরা ভিডিও

আরও দেখুন
ভিডিও দিলেই ভাইরাল, সমাজ মাধ্যাম কাঁপিয়ে দিচ্ছে খুদে! 'ফ্যান' প্রসেনজিৎ, শিলাজিৎ
আরও দেখুন

অন্যের কথায় কান না দিয়ে কাজ করে গেলেই সাফল্য মিলবে।

বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
সতর্ক হয়ে কথা না বললেই... ২৫জানুয়ারি 'বিশেষ' সাবধান বাণী এই রাশির জন্য! কি বলছে আপনার রাশিফল?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল