মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। মেষ রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে এবারের গণেশ চতুর্থী অর্থযোগ নিয়ে এসেছে। উপার্জন উত্তরোত্তর বৃদ্ধি পাবে, ব্যবসায়ীদের সর্বতো সাফল্যলাভ হবে।
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। বৃষ রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে এবারের শিক্ষার আশীর্বাদ প্রদান করবেন বিদ্যাসুখদাতা গণরাজ, তবে শিক্ষার্থীদেরও কঠোর পরিশ্রমের প্রয়োজন রয়েছে।
advertisement
আরও পড়ুন- পঞ্জিকা ১০ সেপ্টেম্বর; দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। বক্রতুণ্ড মহাকায় দেবতার আশীর্বাদে মিথুন রাশির জাতক-জাতিকাদের সব কষ্ট, ভয়, উদ্বেগ দূর হয়ে গৃহ সুখে এবং সম্পদে পরিপূর্ণ হয়ে উঠবে।
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। কর্কট রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে শ্রীগণপতির আশীর্বাদ মিশ্র- এঁরা কর্মক্ষেত্রে সব প্রতিবন্ধকতা সামলে, পারিবারিক শান্তি বজায় রাখলে তবেই গণেশের কৃপাধন্য হবেন।
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২। সিংহ রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রেও সিদ্ধিদাতা অফুরান কৃপাবর্ষণ করবেন এবারে, তাঁর দাক্ষিণ্যে লাভ হবে স্বাস্থ্য, ভাগ্য, খ্যাতি, অর্থ, প্রণয়।
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। পরিবার, কর্মক্ষেত্র, জীবনসুখ- ঋদ্ধিপতির কৃপাদৃষ্টিতে এবার কন্যা রাশির জাতক-জাতিকাদের সর্বাঙ্গীণ মঙ্গল হবে, জীবনে সাফল্য আসবে!
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। বিঘ্নহর্তার কৃপায় অবশেষে জীবনপথের প্রতিবন্ধকতা কাটতে চলেছে তুলা রাশির জাতক-জাতিকাদের, তবে নিজের স্বাস্থ্যের যত্ন নিতে হবে, সামলাতে হবে অতিরিক্ত খরচের স্বভাব।
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। পরিবার হোক বা মনের মানুষ, বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের সব সমস্যা দূর হবে গণেশের আশীর্বাদে, এক্ষেত্রে সারা বছর বাস্তুশাস্ত্রের নিয়ম অনুসারে বাড়িতে একটি গজানন বিগ্রহ রাখা উচিত।
আরও পড়ুন- রাশিফল ১০ সেপ্টেম্বর; দেখে নিন কেমন যাবে আজকের দিন
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। বিধিমতে গণেশের অর্চনা করলেই এই চতুর্থী ধনু রাশির জাতক-জাতিকাদের পক্ষে মঙ্গলময় বলে সাব্যস্ত হবে, গণেশ বিসর্জনের আগেই দূর হবে সব সমস্যা, বিশেষত সম্পত্তি সংক্রান্ত সমস্যা।
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। কর্মসূত্রে দূরদেশে ভ্রমণে গিয়ে সমস্যায় পড়তে হবে মকর রাশির জাতক-জাতিকাদের, গৌরীসুতের প্রতি যদি ভক্তি অচলা থাকে, তাহলেই একমাত্র সব প্রতিবন্ধকতা দূর হবে।
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। কুম্ভ রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে শ্রীসিদ্ধিবিনায়কের আশীর্বাদে নতুন শুভ সূচনা হতে চলেছে, অতএব নির্ভয়ে সাফল্যের লক্ষ্যে পদক্ষেপ করতে পারেন তাঁরা।
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। মীন রাশির জাতক-জাতিকারা যে প্রতিবন্ধকতায় বিচলিত, তা দূর হয়ে যাবে একদন্ত ভগবানের আশীর্বাদে, শুধু ভক্তিভরে গণেশ চতুর্থীতে তাঁকে অর্ঘ্যদান অবশ্য কর্তব্য।