যদি সেই নিয়ম পালন না করা হয় সেই নিয়ম তবে হিতের পরিবর্তে বিপরীতই হতে পারে ৷ এই বছর অর্থাৎ ২০২২ সালে গণেশ চতুর্থী ৩১ অগাস্টে পড়েছে ৷ অত্যন্ত শুভ দিনে ঘরে ঘরে গণেশের বন্দনা করা হয়ে থাকে ৷ বাড়িতে এমন গণেশের মূর্তি রয়েছে যা নৃত্যের মুদ্রায় রয়েছে এই ধরনের গণেশের মূর্তি একেবারেই বাড়ি আনবেন না তাতে বাড়ির কলহ নিশ্চিত ভাবে বাড়বে ৷
advertisement
তাই গণেশের এই ধরনের মূর্তি দেখলে এড়িয়ে যাওয়াটাই অত্যন্ত শ্রেয় ৷ বাড়িতে এমন সিদ্ধিদাতা গণেশের মূর্তি নিয়ে আসা যায় উচিৎ যেই মূর্তি গণেশের শুঁড় বাঁদিকে ব্যাঁকানো থাকবে, কেননা গণেশের শুঁড় যদি ডানদিকে ব্যাঁকানো থাকে সেক্ষেত্রে অনেক নিয়ম নিষ্ঠা মানতে হয় অতএব এই ধরনের মূর্তি বাড়িতে রাখার কথা মাথায় রাখলে চলবেনা ৷ বাড়িতে গণেশের মাটির মূর্তি রাখাই ভাল প্লাস্টার অফ প্যারিস বা অন্য কোনও অশুদ্ধ বস্তুর গণেশের মূর্তি রাখার থেকে ইকো ফ্রেন্ডলি মূর্তি রাখাটা অত্যন্ত জরুরি ৷ এটি কাছাকাছি বাজার বা অনলাইন প্ল্যাটফর্মেও পাওয়া যাবে ৷ বাড়িতে গণেশের বসে থাকা মূর্তি প্রতিষ্ঠিত করতে হবে ৷
দাঁড়িয়ে থাকা মূর্তি অফিস বা কর্মক্ষেত্রে রাখলে বিশেষ ফল পাওয়া যাবে ৷ গণেশের মূর্তি বাড়ির যেকোনও জায়গায় প্রতিষ্ঠিত করলেই হবেনা ৷ বেশ কয়েকটি বিষয় মাথা রাখতে হবে ৷ বাথরুমের দেওয়ালে বা শোবার ঘরের দেওয়ালে কোনও ভাবেই গণেশের মূর্তি প্রতিষ্ঠিত করা উচিৎ নয়, এমন করলে জীবনে সঙ্কট কিছুতেই কমবেনা ৷ যে সমস্ত জাতক-জাতিকারা সন্তান সুখ থেকে বঞ্চিত হয়েছেন তাই শিশুরূপী গণেশের ছবি রাখলে সন্তানের সুখ পেতে পারেন ৷
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা কোনও প্রকারের বাধ্য বা অনুরোধ করেনা ৷ তাই ব্যবহারিক প্রয়োগের আগে অবশ্যই বিচার বুদ্ধি দিয়ে আলোচনা করুন ৷ প্রতীকী ছবি ৷